Sunday, August 24, 2025

EastBengal: মহারাজের হাত ধরে কাটছে ইনভেস্টর জট? কী বললেন ইস্টবেঙ্গল কর্তা? 

Date:

শ্রী সিমেন্টের (Sree Cement) সঙ্গে সম্পর্ক ছেদ হয়েছে। শ্রী সিমেন্ট স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিতেই ইস্টবেঙ্গলের (EastBengal) নতুন ইনভেস্টর কে? তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে জল্পনা। ইস্টবেঙ্গলে নতুন লগ্নিকারী কে? এই প্রশ্নের উত্তরের জন্য সম্ভবত আর আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। লাল-হলুদে ত্রাতার ভূমিকায় দেখা যেতে পারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। সৌজন্যে সৌরভ গঙ্গোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই ইস্টবেঙ্গল-ম্যান ইউ যোগ নিয়ে জল্পনা চলছে। লাল-হলুদের তরফে সরকারিভাবে এ ব্যাপারে কিছু জানানো না হলেও খবর পুরোপুরি অস্বীকারও করছেন না ক্লাবের শীর্ষকর্তা। বেশ কিছুদিন আগেই লগ্নিকারী সমস্যা দূর করতে মহারাজের শরণাপন্ন হয়েছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। সিএবি-তে বসে মিটিংও করেন লাল-হলুদের তিন কর্তা। এর পরই সৌরভের মধ্যস্থতায় ম্যান ইউয়ের সঙ্গে কথা শুরু হয় ইস্টবেঙ্গলের। কিন্তু এই বিষয়ে দু’পক্ষই গোপনীয়তা বজায় রেখেছে।

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার ফোনে বললেন, ‘‘সৌরভ নিজে উদ্যোগ নিয়েছে। আমাদের সঙ্গে ওর আগেই কথা হয়েছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে জোট বাঁধার চেষ্টা করছি আমরা সৌরভের মাধ্যমেই। তবে এর পর কোনও অগ্রগতি হয়েছে কি না, আমার জানা নেই। যদি কিছু অগ্রগতি হয়ে থাকে, সেটা সৌরভই বলতে পারবে। তাছাড়া শুধু ম্যান ইউ নয়, আরও অনেকের সঙ্গেই আমাদের কথা হচ্ছে।’’ তবে লগ্নিকারী, স্পনসর নাকি স্ট্র্যাটেজিক পার্টনার—ইস্টবেঙ্গলে ঠিক কোন ভূমিকায় দেখা যেতে পারে নামী ক্লাব বা সংস্থাকে? তা বলবে সময়।

আরও পড়ুন:Wriddhiman Saha: ভারতীয় দল থেকে আবারও ব্রাত‍্য, প্লে-অফ ম‍্যাচে নামার আগে কী বললেন ঋদ্ধি?

 

 

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version