মহেশতলার গেঞ্জি কারখানায় বিধ্বংসী আগুন,কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

সপ্তাহের শুরুতেই মহেশতলার গেঞ্জি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয়রাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ চালায় বাহিনী। কী কারণে এই আগুন , তার কারণ এখনও স্পষ্ট নয়।


আরও পড়ুন:অর্জুনের দলবদলের পরই বঙ্গ বিজেপিকে আত্মসমীক্ষার পরামর্শ দিলেন অনুপম



সোমবার সকাল ৯টায় আচমকায় মহেশতলার মোল্লার গেট খালপাড় এলাকার একটি গেঞ্জি কারখানা থেকে আগুনের ফুলকি বেরোতে দেখেন স্থানীয়রা। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।তড়িঘড়ি  খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। দমকল কর্মীরা কারখানার ভিতরে ঢুকে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন।




আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের খবর না মিললেও অগ্নিকাণ্ডের জেরে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কারখানা কর্তৃপক্ষ। দলকল বাহিনীর প্রাথমিক অনুমান শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে এই আগুন লেগেছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ। অগ্নিকাণ্ডের জেরে আপাতত বন্ধ রাখা হয়েছে কারখানাটি।

Previous articleদেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে জরুরি অবস্থা প্রত্যাহার শ্রীলঙ্কায়
Next articleEPL: ইংলিশ প্রিমিয়ার লিগ চ‍্যাম্পিয়ন ম‍্যানসিটি, দ্বিতীয় স্থানে মানে-সালাহার দল