Monday, May 5, 2025

আভাস ছিল এই মাসের মধ্যেই গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA) নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। সেই মতো মঙ্গলবার জিটিএ নির্বাচনের দিন ঘোষণা হল।

• ভোটগ্রহণ- ২৬ জুন
• ভোট গণনা- ২৯ জুন
• ভোটের বিজ্ঞপ্তি জারি- ২৭ মে

পুরভোট নির্বিঘ্নে মেটার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে দ্রুত জিটিএ নির্বাচন করার কথা জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব জিটিএ-র ভোট করতে হবে। জুন মাসে ভোট বলেও ইঙ্গিত দেন তিনি। সেই মতো, এদিনই নির্বাচনের দিন ঘোষণা হয়।

অনেকদিন ধরে বিরোধীরা জিটিএ এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটের দাবি জানাচ্ছিল। ২০১৭-তে পাহাড়ে গোলমালের পর থেকেই জিটিএ-র কাজ আটকে ছিল। তখন জিটিএ-র চেয়ারম্যান ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং। কিন্তু খুনের ঘটনায় অভিযুক্ত হিসেবে দীর্ঘদিন ফেরার ছিলেন তিনি। ইতিমধ্যে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ বদলেছে। বিমল গুরুংয়ের সঙ্গে বিজেপির দূরত্ব বেড়েছে। গোর্খাল্যান্ড ইস্যুতে পাহাড়বাসীর সঙ্গে গেরুয়া শিবির প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন গুরুং। বরং শাসকদলের সম্পর্কে ইতিবাচক মনোভাব দেখান। তবে, জিটিএ নির্বাচন নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিমল গুরুং। এবার দিন ঘোষণার পরে পাহাড়ে কোন রাজনৈতিক দল কতটা তৎপরতা দেখায় এবং কোন সমীকরণের রাস্তায় হাঁটে সেটাই দেখার।




Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version