Tuesday, August 26, 2025

এসএসসি (SSC)দুর্নীতি নিয়ে যে অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে, সেই মামলায় সিবিআইয়ের (CBI) জিজ্ঞাসাবাদের পর কোচবিহার ফিরেছেন পরেশ অধিকারী(Paresh Adhikari)। দীর্ঘ সিবিআই জেরার পর পাঁচদিনের মাথায় নিজের বাড়ি মেখলিগঞ্জে ফেরেন মন্ত্রী। আর জেলায় ফিরতেই তাঁকে স্বাগত জানান তাঁর অনুগামীরা। তবে কলকাতা ছাড়লেও, পরেশের উপর থেকে এখনই লাগাম ছাড়ছে না সিবিআই(CBI)। বরং পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee), অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পাশাপাশি তাঁর আয়কর সংক্রান্ত নথিও গোয়েন্দাদের নজরে রয়েছে।

পাশাপাশি বীরভূমের তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকেও (Anubrata Mondal)রেহাই দিচ্ছেনা সিবিআই। আজ সিবিআই এর পক্ষে সিজিও(CGO complex) কমপ্লেক্সে তাঁকে ডাকা হলেও গরহাজির অনুব্রত। অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি বলে জানিয়েছেন। যদিও তদন্তে সহযো গিতা করতে প্রস্তুত অনুব্রত মণ্ডল। তার আইনজীবী জানিয়েছেন চিকিৎসকের পরামর্শমতো অন্তত ১৫ দিন বাড়িতে বিশ্রামে থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। তাই সিবিআই যদি চায় অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে।

অন্যদিকে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) আগামীকাল অর্থাৎ ২৫ মে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । SSC নিয়োগ দুর্নীতি নিয়ে যে অভিযোগ উঠেছে, তার ভিত্তিতেই রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ফের হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে।

গোটা বিষয় নিয়ে কড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, আয়কর দফতরের কাছে এই তিন নেতা-মন্ত্রীর প্যান কার্ডের নম্বরে কোথায়, কত সম্পত্তি রয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।



Related articles

মায়ের তৈরি খাবার খেয়েই চরম সিদ্ধান্ত ফেসবুকে জনপ্রিয় চতুর্থ শ্রেণির ছাত্রের

রান্নাঘরে ঝুলন্ত কুলতলির চতুর্থ শ্রেণির পল্লব নস্করের (Pallav Naskar) নিথর দেহ উদ্ধার! হতবাক পরিবার-পড়শিরা। কেন এমন চরম সিদ্ধান্ত?...

সিবিআই-এর Gallery Show নয়, খেজুরির জোড়ামৃত্যুতে CID তদন্তের নির্দেশ আদালতের, গঠন হবে SIT

খেজুরির দুই বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীর পাইকের রহস্যমৃত্যুতে রাজ্যের তদন্তকারী সংস্থাতেই আস্থা রাখল কলকাতা হাই কোর্ট...

জনপ্রিয় ওটিটিতেই আসছে ধূমকেতু: বলে ফেললেন প্রযোজক মহেন্দ্র

হৈ হৈ করে হলে গিয়ে ধূমকেতু যারা দেখে ফেলেছেন তাঁরা অনেকেই চাইছেন ফের দেশুর ঝলক দর্শনের। তাঁদের জন্য...

ব্রাজিল দলে ফের ব্রাত্য নেইমার, জায়গা হল না ভিনিসিয়াসের

২০২২ সালের ৯ ডিসেম্বর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষবার ব্রাজিলের(brazil) জার্সিতে ম্যাচ খেলেছিলেন নেইমার(neymar)।  আরও একটা...
Exit mobile version