Thursday, August 28, 2025

প্রায় ৮ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর CBI দফতর ছাড়লেন পার্থ চট্টোপাধ্যায়

Date:

শিক্ষক নিয়োগে(SSC) দুর্নীতি মামলায় প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই দপ্তর থেকে বের হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)। এদিন সকাল ১০ টা ৪৫ মিনিটে নিজাম প্যালেসের ১৪ তলায় পৌঁছন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই দপ্তর(CBI) উপস্থিত ছিলেন এক ঝাঁক আধিকারিক। প্রথম দফায় ম্যারাথন জেরা করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এরপর দেওয়া হয় এক ঘণ্টা বিরতি। তারপর ফের চলে জিজ্ঞাসাবাদ। নায়ক জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিট নাগাদ নাগাদ নিজাম প্যালেস থেকে বেরিয়ে আসেন মন্ত্রী।

উল্লেখ্য, আদালতের নির্দেশে এসএসসি দুর্নীতির শিকড় খুঁজতে তৎপর সিবিআই। সূত্রের খবর, এ দিন শুধু নিজাম প্যালেসে উপস্থিত আধিকারিকরাই নয়, দিল্লি থেকেও উচ্চপদস্থ সিবিআই কর্তারা ছিলেন ভিডিয়ো কলে। তাঁদের প্রশ্নের মুখেও পড়তে হয়েছে পার্থকে। অন্যদিকে, SSC দুর্নীতি মামলায় নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। কিন্তু সেই আবেদনে ত্রুটি থাকায়  আবেদন ফিরিয়েছে শীর্ষ আদালত। আবেদন ত্রুটিমুক্ত করে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আইনজীবীরা সংশোধিত আবেদন জমা দিলে শীর্ষ আদালতে গ্রীষ্মের অবকাশকালীন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে।




Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version