Thursday, August 28, 2025

বই পড়তে ভালোবাসেন না এরকম মানুষ খুব কমই আছেন। কিন্তু হাজার কাজের চাপে বই (Book) পড়ার সময়টা পাওয়া যায় না আজকাল। কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার মাঝে যে সময় বা অবসর পান, তাতে যদি বই পড়ার সুযোগ মেলে তাহলে?সেই কথা মাথায় রেখেই এবার থেকে বাসযাত্রীদের জন্য কলকাতার বাস স্টপে (Bus Stop in Kolkata) র‌্যাক ভর্তি বই! পরিকল্পনা ও ভাবনা আলিমুদ্দিনের বাসিন্দা তৌসিফ রহমান (Touseef Rahman)এর।

সকাল হোক বা দুপুর, বিকেল কিংবা রাত, বাস স্টপে দাঁড়িয়ে বা বসে বাসের জন্য অপেক্ষা করতে হয় কম বেশী সকলকেই। এইসময় হাপিত্যেশ করে থাকা বা মোবাইলে খুটখাট করা ছাড়া অন্য কোনও বিকল্প পথ নেই সময় কাটানোর।তৌসিফ বলছেন, এইটুকু সময়ের মধ্যে একটা ছোট গল্প অনায়াসে পড়ে শেষ করে ফেলা যায়। বিরক্তও হতে হবে না আর পড়ার অভ্যাসটাও বজায় থাকবে।আপাতত পুরনো বই দিয়েই এই ‘প্রতীক্ষালয় লাইব্রেরির’ পথ চলা শুরু হতে চলেছে। সঙ্গে থাকবে ম্যাগাজিন, ছোটদের গল্প, কমিকস, রোজকার খবরের কাগজ সবটাই। আপাতত জোড়া গির্জা বাস স্টপ থেকে শুরু হবে এই অভিনব উদ্যোগের পথ চলা। যদি সাফল্য মেলে তাহলে পরবর্তীতে সারা কলকাতা জুড়েই বিভিন্ন বাসস্টপে থাকবে প্রতীক্ষালয় লাইব্রেরী, এমনটাই আশা তৌসিফের। এই দিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম- এর(Firhad Hakim) সঙ্গে কথা বলবেন বলেও ঠিক করে রেখেছেন।

আলিমুদ্দিনের বাসিন্দা তৌসিফ রহমান বরাবরই একটু অন্যরকমের ভাবনায় বিশ্বাসী। এর আগে চলতি মানুষের গরমকালের দুর্ভোগের কথা ভেবে রাস্তায় ফ্রিজ রাখার ব্যবস্থা করেছিলেন। এবার বই-এর র‌্যাক সাজিয়ে রাখতে চলেছেন বাসস্টপে।



Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version