Monday, May 12, 2025

একদিকে দলত্যাগ, অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্ব- বাংলার পদ্মবনে ঝড়। সামাল দিতে দুদিনের রাজ্য সফরে আসছেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। বিজেপি সূত্রের খবর, ৭ ও ৮ জুন রাজ্যে আসবেন সর্বভারতীয় সভাপতি।

বিধানসভা ভোটের আগে যে আশার ফানুস ফুলিয়েছিল বিজেপি, ফল প্রকাশের পর তা চুপসে গিয়েছে। বেশি কিছু নেতা দল ছেড়েছেন। কেউ কেউ দলবদল করেছেন। কিছু যাঁর এখনও গেরুয়া শিবিরে আছেন, তাঁদের মধ্যেও অসন্তোষ চূড়ান্ত। নতুন আর প্রাক্তন রাজ্য সভাপতিকে নিয়ে কার্যত আড়াআড়ি বিভাজন। আর তা আটকে থাকছে না মুরলীধর সেন লেনে। প্রকাশ্যে সংবাদ ও সামাজিক মাধ্যমে চলছে উত্তপ্ত বাক্য বিনিময়। এই অবস্থায় আগামী পঞ্চেয়ত নির্বাচন ও ২০২৪-এর লোকসভায় যে বিজেপি-র অবস্থা বাম-কংগ্রেসের মতো হবে না- এই গ্যারান্টি কেউই দিতে পারছেন না। এই পরিস্থিতিতে দলীয় নেতা-কর্মীদের একজোট করতেই নাড্ডার বঙ্গ সফর বলে মনে করা হচ্ছে।

এর আগে দিন ঠিক করেও সফর বাতিল হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। এবার চূড়ান্ত সূচি ঠিক না হলেও মূলত সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতেই নাড্ডা আসছেন বলে সূত্রের খবর। বুথ সশক্তিকরণে দলের সাংসদ এবং বিধায়কদের নতুন দায়িত্বও দিয়ে যেতে পারেন তিনি। দেখা করতে পারেন রাজ্যের বেশ কিছু নেতার সঙ্গে। পাশাপাশি, মোদি সরকারের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি সঠিকভাবে পালিত হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখবেন নাড্ডা।

আরও পড়ুন- GTA-শিলিগুড়ি মহকুমা পরিষদে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের

Related articles

তীব্বতে অনুভূত ভূমিকম্প, জরুরি বাহিনী তলব চিনের

ফের একবার কেঁপে উঠল হিমালয় সংলগ্ন এলাকা। গত কয়েকদিন হিমালয়ের দক্ষিণে ভারতের বিভিন্ন এলাকায় তাপমাত্রার প্রবল পরিবর্তন হয়েছে।...

অলচিকি লিপির উদ্ভাবকের প্রতি শ্রদ্ধা, অবদানের স্বীকৃতি মুখ্যমন্ত্রীর

পণ্ডিত রঘুনাথ মুর্মু একজন ভাষাতত্ত্ববিদ, লেখক, নাট্যকার ও সাঁওতালি ভাষায় ব্যবহৃত 'অলচিকি' লিপির (Alchiki script) উদ্ভাবক। তাঁর জন্মদিবসে...

রাজ্যে রক্ষিত বৌদ্ধ ঐতিহ্য, বুদ্ধপূর্ণিমায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সর্বধর্মকে সমানভাবে স্বীকৃতি দিয়ে সম্প্রীতির পরিবেশ রক্ষা করাই বাংলার ঐতিহ্য। যুগে যুগে যেভাবে বাংলার সম্প্রীতির পরিবেশকে আপন করে...

দ্বন্দ্বের আবহে প্রথম শান্তিপূর্ণ রাত কাশ্মীরে, দুপুরে বৈঠকে ভারত-পাক সেনা প্রধানরা

সংঘর্ষ বিরোধী চুক্তির অবমাননা করে শনিবার রাতেও ভারতের সীমান্তবর্তী এলাকায় পাকা হামলা অব্যাহত ছিল। যদিও রবিবার সারাদিন সেভাবে...
Exit mobile version