Wednesday, August 27, 2025

জননেতা নন, উনি শুধু মেদিনীপুরের নেতা: শুভেন্দুকে একহাত নিলেন দিলীপ

Date:

সময় যত গড়াচ্ছে রাজ্য বিজেপির(BJP) হাল ততই শোচনীয় হয়ে উঠছে। এহেন পরিস্থিতিতে রাজ্য বিজেপির বর্তমান নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। আলাদা করে শুভেন্দু অধিকারীকে(Shuvendu Adhikari) তোপ দেগে তিনি জানালেন, “শুভেন্দু কোনও জননেতা নন, শুধু মেদিনীপুরের নেতা।” দিলীপের নিশানা থেকে বাদ গেলেন না বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar) ও সৌমিত্র খাঁ-রা(Soumitra Khan)।

তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীকে দলের একাংশের তরফে ‘জননেতা’ বলে প্রচার চালানোর যে চেষ্টা চলছে তাকে ফুঁৎকারে উড়িয়ে সংবাদমাধ্যমকে দিলীপ বলেন, জননেতা হলে শুভেন্দু বিরোধী দলনেতা হওয়ার পরও বাংলায় বিজেপি আরও দুর্বল হচ্ছে কেন? মেদিনীপুরে বিরোধী দলনেতার জনপ্রিয়তা থাকলেও অন্য জেলায় সেভাবে নেই। সূত্রের খবর, বিজেপির দিল্লি নেতৃত্বের শুভেন্দু সম্পর্কে যে ভ্রান্ত ইমেজ তৈরি হয়েছে সেটাকে ভেঙে দিতে শুভেন্দুর দায়িত্বপ্রাপ্ত নির্বাচনগুলিতে ভোটের ফলাফলকে হাতিয়ার করেছেন দিলীপ। এবং নাড্ডা শাহদের কাছে এ বিষয়ে তিনি রিপোর্ট করতে চলেছেন বলেও জানা যাচ্ছে।

আরও পড়ুন:নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়

শুভেন্দুর পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকেও একহাত নিতে ছাড়েননি প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি বলেন, “সুকান্ত ভাল মানুষ হলেও চোখে চোখ রেখে কথা বলতে পারেন না। আমি চোখে চোখ রেখে কথা বলতাম। তাই লোকসভা ভোটে ফল ভাল হয়েছিল। সংগঠনও শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছিল। এখন সংগঠন দিন কে দিন দুর্বল হচ্ছে।” শুধু তাই নয়, অর্জুন সিং-এর মত আরো একাধিক নেতা যে বিজেপি ছাড়তে পারেন এদিন সে ইঙ্গিতও দেন দিলীপ ঘোষ। পাশাপাশি জঙ্গলমহল নিয়ে বিজেপির আরেক সংসদ সৌমিত্র খাঁ যে দাবি করেছেন সেই বক্তব্য বিজেপির সমর্থন করে না বলেও জানান তিনি।

এছাড়াও দিলীপ ঘোষের আক্রমণের নিশানা ছিলেন বিজেপির নেতা অনুপম হাজরাও। তাঁকে রীতিমত কটাক্ষ করে দিলীপ বলেন, “উনি একজন ‘জনভিত্তিহীন’ ও ‘সোশ্যাল মিডিয়া সর্বস্ব’ নেতা। এই ধরনের নেতারা আন্দোলন করেন না। কোনও জনভিত্তি নেই। শুধু সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভাসিয়ে রাখেন।”




Related articles

শান্তনুর বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক, এবার রাজ্যকে খতিয়ে দেখতে বলল রাজভবন

বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক। এবার রাজভবনের নজরে ডা শান্তনু সেন (Shantanu Sen)। অভিযোগ, চিকিৎসা করতে গিয়ে সত্যিই...

ভারতের অন্তত ৬ লক্ষ কোটির বাজারে ধাক্কা মার্কিন শুল্ক নীতির

বুধবার থেকে ভারতীয় পণ্যের উপর অন্তত ৫০ শতাংশ করে শুল্ক (tariff) লাগু করে দিয়েছে আমেরিকা। খুব সোজা কথায়...

কমনওয়েলথে ভারোত্তোলনে বিশ্বরেকর্ড বাংলার মেয়ে কোয়েলের, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

ভারোত্তোলনে কমনওয়েলথ ইয়ুথ চ্যাম্পিয়নশিপে (Commonwealth weightlifting championship) বাংলার জয়জয়কার। মোট ১৯২ কেজি ভারোত্তোলন করে বিশ্বরেকর্ড বাংলার মেয়ে কোয়েল...

আইপিএল থেকেও অবসর নিলেন, বাইশ গজকে এখনই বিদায় জানাচ্ছেন না অশ্বিন

গত বছরের ডিসেম্বরে বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন টেস্ট(test) ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin )। একদিনের(ODI) ও...
Exit mobile version