পরপর বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান, মৃত অন্তত ১৬

পরপর বিস্ফোরণে ফের রক্তাক্ত আফগানিস্তান। বুধবার কাবুলের একটি মসজিদের পাশপাশি দেশের উত্তরে মাজার-ই-শরিফে তিনটি বাসে পরপর বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসবাদীরা। ঘটনায় মৃত্যু হয় কমপক্ষে ১৬ জনের। আহত হয়েছেন অনেকে।


আরও পড়ুন:ওড়িশার পথ দুর্ঘটনায় নিহত পর্যটকদের কফিনবন্দি দেহ ফিরল হাওড়ায়



প্রশাসন সূত্রের খব্র, বুধবার বিকেলে একটি মসজিদে বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতীরা।  হজরত জাকারিয়া মসজিদের ভেতরেই কোথাও বিস্ফোরক মজুদ ছিল বলে আশঙ্কা করছেন তালিবান আধিকারিক। প্রার্থনা চলাকালীন আচমকা বিস্ফোরণে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।




অন্যদিকে প্রায় একই সময় বিস্ফোরণ হয় দেশের উত্তর অংশে। মাজার-ই-শরিফে পরপর তিনটি মিনিবাসে বিস্ফোরণ চালানো হয়। ঘটনায় কমপক্ষে ৯ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন বলে অনুমান।মৃত ও আহতরা প্রায় সকলেই আফগানিস্তানে সংখ্যালঘু মুসলিম শিয়া সম্প্রদায়ভুক্ত। এবং শিয়াদেরই নিশানা করেছিল জঙ্গিরা।এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী। তবে মনে করা হচ্ছে বিস্ফোরণগুলির নেপথ্যে সুন্নি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের হাত থাকতে পারে।

Previous articleবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী: শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী
Next articleউত্তরাখণ্ডে ৫ বাঙালি পর্যটকের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, মৃতদেহ দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা