ওড়িশার পথ দুর্ঘটনায় নিহত পর্যটকদের কফিনবন্দি দেহ ফিরল হাওড়ায়

বাসে ওঠার সময় বেড়ানোর আনন্দে মশগুল ছিলেন হাওড়ার উদয়নারায়ণপুরের সকলে। কেউ ভাবতেও পারেননি, এভাবে ওত্‍ পেতে রয়েছে ভয়ঙ্কর বিপদ! বেড়াতে যাওয়া মানুষগুলোর কফিনবন্দি দেহগুলো যখন বাড়িতে ফিরলো, তখন সকলের চোখে জল।


আরও পড়ুন:ট্রেকিং করতে গিয়ে উত্তরাখণ্ডে পথ দুর্ঘটনায় মৃত্যু ৫ বাঙালি পর্যটকের


ওড়িশার গঞ্জামে পথ দুর্ঘটনায় মৃত ৬ বাঙালি পর্যটকের নিথর দেহ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ডে পৌঁছয় । পাঁচজনের দেহ সুলতানপুর গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন গ্রামবাসীরা। সেখানেই শেষ শ্রদ্ধা জানান তাঁরা। উপস্থিত ছিলেন বিধায়ক সমীর পাঁজা-সহ প্রশাসনিক আধিকারিকরা। একজনের মৃতদেহ নিয়ে যাওয়া হয় হুগলি জেলায়। প্রশাসনের তরফে আহতদেরও একটি বাসে করে ওড়িশা থেকে হাওড়ায় নিয়ে আসা হচ্ছে।

বুধবার দুর্ঘটনার খবর পেতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওড়িশা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে রাজ্য সরকার। যত দ্রুত সম্ভব মৃতদেহের ময়নাতদন্ত ও আহতদের চিকিত্‍সার পর, রাজ্যে ফেরানোর ব্যবস্থা করতে বলা হয়। মুখ্যসচিবের নেতৃত্বে ওড়িশায় প্রতিনিধি দল পাঠানোর ব্যবস্থা করেন মুখ্যমন্ত্রী। আজ, বৃহস্পতিবার সকালে ফিরল তাঁদের কফিনবন্দি দেহ।

Previous articleBreakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস
Next articleবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী: শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী