Friday, November 14, 2025

এসএসসি (SSC) নিয়ে মামলার জেরে তদন্তের দায়িত্বভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)-এর উপর। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসাবাদের পর এবার নয়া সিদ্ধান্ত সিবিআই-এর(CBI)। এই প্রথমবার মামলাকারীকে তলব করল কেন্দ্রীয় সংস্থা।

এসএসসি-তে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে সিবিআই(CBI)। এই প্রথমবার মামলাকারীকে তলব করা হল। সিবিআই সূত্রে খবর আগামিকাল অর্থাৎ শুক্রবার সকাল ১১ টায় কলকাতার নিজাম প্যালেসে মামলাকারীকে ডেকে পাঠানো হয়েছে। উল্লেখ্য নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে যে মামলা করা হয়েছে, সেই মামলাকারী অনিন্দিতা বেরাকে (Anindita Bera)তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি বলা হয়েছে ঠিক যে যে নথি অনিন্দিতা কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)দাখিল করেছিলেন যার ভিত্তিতে তদন্তের নির্দেশ দেয় আদালত, সেই সব নথি সমেত আগামিকাল নিজাম প্যালেসে হাজির হতে হবে।

এখনও পর্যন্ত মোট ৮টি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু কোনও ক্ষেত্রেই মামলাকারীকে ডাকা হয় নি। এই প্রথমবার তদন্তের স্বার্থে মামলাকারীর সঙ্গে কথা বলতে চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত নবম-দশম এবং একাদশ -দ্বাদশ এর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আদালতকোনও অনুসন্ধান কমিটি গঠন করে নি। পাশাপাশি মামলাকারীকে ডাকার ব্যাপারে আদালতের তরফ থেকে কোনও নির্দেশও দেওয়া হয় নি।



Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version