Monday, August 25, 2025

এসএসসি (SSC) নিয়ে মামলার জেরে তদন্তের দায়িত্বভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)-এর উপর। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসাবাদের পর এবার নয়া সিদ্ধান্ত সিবিআই-এর(CBI)। এই প্রথমবার মামলাকারীকে তলব করল কেন্দ্রীয় সংস্থা।

এসএসসি-তে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে সিবিআই(CBI)। এই প্রথমবার মামলাকারীকে তলব করা হল। সিবিআই সূত্রে খবর আগামিকাল অর্থাৎ শুক্রবার সকাল ১১ টায় কলকাতার নিজাম প্যালেসে মামলাকারীকে ডেকে পাঠানো হয়েছে। উল্লেখ্য নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে যে মামলা করা হয়েছে, সেই মামলাকারী অনিন্দিতা বেরাকে (Anindita Bera)তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি বলা হয়েছে ঠিক যে যে নথি অনিন্দিতা কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)দাখিল করেছিলেন যার ভিত্তিতে তদন্তের নির্দেশ দেয় আদালত, সেই সব নথি সমেত আগামিকাল নিজাম প্যালেসে হাজির হতে হবে।

এখনও পর্যন্ত মোট ৮টি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু কোনও ক্ষেত্রেই মামলাকারীকে ডাকা হয় নি। এই প্রথমবার তদন্তের স্বার্থে মামলাকারীর সঙ্গে কথা বলতে চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত নবম-দশম এবং একাদশ -দ্বাদশ এর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আদালতকোনও অনুসন্ধান কমিটি গঠন করে নি। পাশাপাশি মামলাকারীকে ডাকার ব্যাপারে আদালতের তরফ থেকে কোনও নির্দেশও দেওয়া হয় নি।



Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version