Saturday, August 23, 2025

জিটিএ নির্বাচনের (GTA election) সঙ্গে ২৬ জুন বাকি পুরসভার ভোট হবে রাজ্যে। কিন্তু রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) বিলে সই না করায় সেখানে নির্বাচন হচ্ছে না। এই নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে তোপ দাগলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। কারণ, হাওড়া বিল রাজ্যপালের কাছে পাঠালেও তিনি সই করেননি। সেই কারণেই আটকে গিয়েছে আইন। স্পিকার বলেন, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পরেও রাজ্যপালের এই আচরণ অনভিপ্রেত। রাজ্যের ১০৮টি ও ৬টি পুরনিগমে পুরসভায় নির্বাচন হয়েছে। শুধু হাওড়া (Howrah) পুরনিগম ও বালি পুরসভায় ভোট হয়নি। বিলে জগদীপ ধনকড় সই না করায় সেখানে নির্বাচন সম্ভব হচ্ছে না। স্পিকার কটাক্ষ করে বলেন, রাজ্যপালের কাছে বিল পাঠানো হলেও তিনি বিধানসভাকে তা জানাননি। উনি বারবার বিধানসভায় আসেন। উনি এসে বলেন কোনও বিল বাকি নেই। যদিও হাওড়া বিল এখনও আটকে। এর ফলে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে।

বিধানসভায় শীতকালীন অধিবেশনে হাওড়া পুরনিগম (সংশোধনী) বিল ২০২১ পাশ হয়। কিন্তু সেই বিলে এখনও রাজ্যপাল সই করেননি। ফলে হাওড়া পুরনিগম ও বালি পুরসভার নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এই নিয়ে এদিন রাজ্যপালের বিরুদ্ধেও তোপ দাগেন বিমান বন্দ্যোপাধ্যায়।



Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version