Thursday, May 15, 2025

ফের দেশের সেরা বাংলা: কেন্দ্রের ‘স্কচ অ্যাওয়ার্ড’ পাচ্ছে রাজ্য শিক্ষা দফতর

Date:

Share post:

শিক্ষাব্যবস্থায়(education system) সারা দেশের মধ্যে সেরা পশ্চিমবঙ্গ(West Bengal)। শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য রাজ্যের শিক্ষা দফতরকে(education department) স্টার অফ গভর্নেন্স স্কচ অ্যাওয়ার্ড(SKOCH Award) দিতে চলেছে কেন্দ্রের মোদি সরকার। আগামী ১৮ ই জুন নয়াদিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মান দেওয়া হবে পশ্চিমবঙ্গকে। বৃহস্পতিবার কেন্দ্রের তরফে রাজ্য সরকারকে জানানো হয়েছে, সারা দেশের সবকটি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থা প্রথম স্থান অধিকার করেছে “স্কচ স্টেট অফ গভর্নেন্স রিপোর্ট ২০২১”-এ। কেন্দ্রীয় সরকারের তরফে এই তথ্য প্রকাশ্যে আসার পর স্বভাবতই খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সাফল্যের জন্য এদিন টুইটে শিক্ষা দফতরের ক্ষেত্রে সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানান তিনি।

সকলকে শুভেচ্ছা জানিয়ে এদিন মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, “আমি অত্যন্ত খুশি যে বাংলা স্কচ স্টেট অফ গভর্নেন্স রিপোর্ট 2021-এ দেশের মধ্যে সেরার স্থান পেয়েছে। ইন্ডিয়া গভর্ন্যান্স ফোরাম-এর তরফে আগামী ১৮ জুন রাজ্যকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। রাজ্য শিক্ষা দফতরের সঙ্গে যুক্ত সকলকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা।” পাশাপাশি এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পর সকলকে এই সুখবর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

জানা গিয়েছে, ২০২১ সালে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ফিল্ড রিপোর্ট, বুনিয়াদি শিক্ষা, করোনার সময়ও পড়ুয়াদের জন্য ভালো কাজ করা, রাজ্যের শিক্ষা নিয়ে ফিডব্যাকের ওপর নির্ভর করে দেশের সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে রাজ্য শিক্ষা দফতরকে। কেন্দ্র সরকারের দেওয়া এই পুরস্কার নেওয়ার জন্য সাধারণত সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী অথবা উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত থাকেন। ফলস্বরূপ মনে করা হচ্ছে এই পুরস্কার নিতে আগামী ১৮ জুন দিল্লি যাবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

উল্লেখ্য, এই প্রথমবার নয় এর আগেও রাজ্যে একাধিক দফতর ভালো কাজের জন্য স্কচ আওয়ার্ড পেয়েছে। এর আগে এই পুরস্কার পেয়েছে রাজ্যের অর্থ দফতর, নারী ও শিশু কল্যাণ দফতর। এবার রাজ্য শিক্ষা ও পর্যটন দফতর পেতে চলেছে এই অনন্য সম্মান।




spot_img

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...