Friday, August 22, 2025

‘হাউ টু মার্ডার ইওর হাজব্যান্ড’-এর লেখিকা দোষী সাব্যস্ত স্বামী হত্যার দায়ে

Date:

‘হাউ টু মার্ডার ইওর হাজব্যান্ড’(How to Murder Your Husband)-এর লেখিকা ন্যান্সি ক্র্য়াম্পটন ব্রফি (Nancy Crampton Brophy)এবার নিজের স্বামী হত্যার(Murder)দায়ে দোষী সাব্যস্ত(Found Guilty)হলেন।

ন্যান্সির স্বামী ড্যানিয়েল (Daniel Brophy)পেশায় একজন শেফ ছিলেন। ২০১৮ সালের ২ জুন ওরেগেন কালিনারি ইনস্টিটিউটের রান্নাঘর থেকে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়।ড্যানিয়েলের পিঠ লক্ষ্য করে গুলি করা হয়। সেই গুলিতে তাঁর হৃদযন্ত্র ভেদ করে এফোঁড় ওফোঁড় হয়ে যায়।পুলিশ জানিয়েছেন একটি অনলাইন বিপণি থেকে বন্দুক কিনেছিলেন। সেই বন্দুক দিয়েই স্বামীকে খুন করেন তিনি।তদন্তকারীরা জানিয়েছেন ন্যান্সির বইটি পড়ে তাঁদের মনে সন্দেহ হয়। কারণ তাঁর লেখা বইয়ে স্বামী খুনের যে ঘটনাটি রয়েছে তাঁর স্বামীর খুন ঠিক সেইভাবেই হয়েছে।

যদিও ন্যান্সি নিজে এই কথা স্বীকার করতে চাইছিলেন না। ন্যান্সি যখনই এই বিষয়ে আদালতে বলতে উঠছিলেন তখনই যেন তিনি কোনও ঘোরের মধ্যে রয়েছেন, এমন একটা ভাবের মধ্যে ছিলেন। বারবার বলেছেন, তিনি মনে করতে পারছেন না স্বামীকে গুলি করার ঘটনা। অথচ যে বন্দুক থেকে গুলি করা হয়েছিল সেটি বহু দিন ধরে ছিল নিখোঁজ ছিল। তদন্ত চলছিল এবার আবার লেখিকা ন্যান্সি ক্র্যাম্পটন ব্রফি ফের সংবাদের শিরোনামে। কারণ নিজের স্বামীর হত্যাকারী সাব্যস্ত হয়েছেন ব্রফি। বলা হচ্ছে ঠাণ্ডা মাথায় ন্যান্সি নিজের স্বামীকে হত্যা করেছেন। জানা গেছে আদালতে প্রমাণিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাঁর সাজা ঘোষণা করা হবে।

৬২ বছর বয়সী শেফ ড্যানিয়েল ব্রফির(Daniel Brophy)মৃত্যুতে প্রথম থেকেই সন্দেহের তালিকায় ছিলেন ৭১ বছর বয়সী স্ত্রী লেখিকা ন্যান্সি ক্র্য়াম্পটন ব্রফি। যেদিন ড্যানিয়েলের মৃত্যু হয়, সেদিন সেখানের বহু তথ্য প্রমাণ তাঁর স্ত্রীর বিরুদ্ধেই যাচ্ছিল কিন্তু প্রমাণ মিলছি না সেই অর্থে। এই নিয়েই গত ৪ বছর ধরে চলেছে আইনি লড়াই। তবে গত কয়েকদি্নে ধীরে ধীরে তথ্য প্রমাণ উঠে আসতে থাকে।



Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version