Wednesday, November 12, 2025

‘হাউ টু মার্ডার ইওর হাজব্যান্ড’-এর লেখিকা দোষী সাব্যস্ত স্বামী হত্যার দায়ে

Date:

‘হাউ টু মার্ডার ইওর হাজব্যান্ড’(How to Murder Your Husband)-এর লেখিকা ন্যান্সি ক্র্য়াম্পটন ব্রফি (Nancy Crampton Brophy)এবার নিজের স্বামী হত্যার(Murder)দায়ে দোষী সাব্যস্ত(Found Guilty)হলেন।

ন্যান্সির স্বামী ড্যানিয়েল (Daniel Brophy)পেশায় একজন শেফ ছিলেন। ২০১৮ সালের ২ জুন ওরেগেন কালিনারি ইনস্টিটিউটের রান্নাঘর থেকে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়।ড্যানিয়েলের পিঠ লক্ষ্য করে গুলি করা হয়। সেই গুলিতে তাঁর হৃদযন্ত্র ভেদ করে এফোঁড় ওফোঁড় হয়ে যায়।পুলিশ জানিয়েছেন একটি অনলাইন বিপণি থেকে বন্দুক কিনেছিলেন। সেই বন্দুক দিয়েই স্বামীকে খুন করেন তিনি।তদন্তকারীরা জানিয়েছেন ন্যান্সির বইটি পড়ে তাঁদের মনে সন্দেহ হয়। কারণ তাঁর লেখা বইয়ে স্বামী খুনের যে ঘটনাটি রয়েছে তাঁর স্বামীর খুন ঠিক সেইভাবেই হয়েছে।

যদিও ন্যান্সি নিজে এই কথা স্বীকার করতে চাইছিলেন না। ন্যান্সি যখনই এই বিষয়ে আদালতে বলতে উঠছিলেন তখনই যেন তিনি কোনও ঘোরের মধ্যে রয়েছেন, এমন একটা ভাবের মধ্যে ছিলেন। বারবার বলেছেন, তিনি মনে করতে পারছেন না স্বামীকে গুলি করার ঘটনা। অথচ যে বন্দুক থেকে গুলি করা হয়েছিল সেটি বহু দিন ধরে ছিল নিখোঁজ ছিল। তদন্ত চলছিল এবার আবার লেখিকা ন্যান্সি ক্র্যাম্পটন ব্রফি ফের সংবাদের শিরোনামে। কারণ নিজের স্বামীর হত্যাকারী সাব্যস্ত হয়েছেন ব্রফি। বলা হচ্ছে ঠাণ্ডা মাথায় ন্যান্সি নিজের স্বামীকে হত্যা করেছেন। জানা গেছে আদালতে প্রমাণিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাঁর সাজা ঘোষণা করা হবে।

৬২ বছর বয়সী শেফ ড্যানিয়েল ব্রফির(Daniel Brophy)মৃত্যুতে প্রথম থেকেই সন্দেহের তালিকায় ছিলেন ৭১ বছর বয়সী স্ত্রী লেখিকা ন্যান্সি ক্র্য়াম্পটন ব্রফি। যেদিন ড্যানিয়েলের মৃত্যু হয়, সেদিন সেখানের বহু তথ্য প্রমাণ তাঁর স্ত্রীর বিরুদ্ধেই যাচ্ছিল কিন্তু প্রমাণ মিলছি না সেই অর্থে। এই নিয়েই গত ৪ বছর ধরে চলেছে আইনি লড়াই। তবে গত কয়েকদি্নে ধীরে ধীরে তথ্য প্রমাণ উঠে আসতে থাকে।



Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version