Sunday, August 24, 2025

SSC Issue: নিয়োগপত্রের দাবিতে ফের বিক্ষোভ এসএসসি চাকরিপ্রার্থীদের

Date:

ফের সরব এসএসসি চাকরিপ্রার্থীরা। এবার নিয়োগপত্র হাতে পাওয়ার দাবি তুলে আজ ২৭ মে সল্টলেকের (Saltlake) ময়ূখ ভবনের(Mayukh Bhavan) সামনে বিক্ষোভ দেখান তাঁরা। একমাসের মধ্যে নিয়োগপত্র দিতে হবে এই মর্মে বিক্ষোভ দেখান তাঁরা।

আজ সল্টলেকে (Salt lake) এসএসসি (SSC)ভবনে ডেপুটেশন দিতে যান এসএসসি-র গ্রুপ সি ও গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীরা। তাঁরা বলছেন, তালিকায় নাম আছে এমনকি একাধিক মৌখিক প্রস্তাব পেয়েছেন কিন্তু নিয়োগপত্র কই? সেই নিয়োগপত্র দেওয়ার দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। তাঁদের দাবি, আগামী এক মাসের মধ্যে যদি তাঁরা হাতে নিয়োগপত্র না পান, তাহলে রাস্তায় নামবেন। এই আন্দোলনকে আগামীতে আরও বৃহত্তর করে তুলবেন বলে কার্যত হুমকিও দেন তাঁরা। পাশাপাশি এদিন অভিযুক্তদের চূড়ান্ত শাস্তির দাবি করেন আন্দোলনকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভকারীদের মধ্যে দু’জন এসএসসি ভবনে ডেপুটেশন দিতে যান বলে জানা গেছে।

পাশাপাশি আবার বাম ছাত্র ও যুব সংগঠনের একটি বিক্ষোভ সংগঠিত হয় সল্টলেকে করুণাময়ী মোড়ে। এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতেই এই বিক্ষোভ। ইতিমধ্যেই বিধাননগর পুলিশের তরফ থেকে ঘটনাস্থলে যাতে কোনও বিশৃঙ্খলা না হয় তার জন্য পদক্ষেপ করা হয়েছে। বেশ কয়েকজনকে ধরে পুলিশ ভ্যানে তোলা হয় বলে জানা যাচ্ছে। করুণাময়ীতে বাম ছাত্র ও যুব সংগঠনের বিক্ষোভ শুরুর আগেই ব্যাপক পুলিশি ধরপাকড় হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে  মিছিল এগোতে থাকায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বাম ছাত্র ও যুব সংগঠনের সমর্থথকে।সল্টলেকে করুণাময়ী মোড়ে রয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। ইতিমধ্যেই তাঁকে আটক করেছে পুলিশ।

 



Related articles

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...
Exit mobile version