Saturday, August 23, 2025

সামনেই এএফসি এশিয়ান কাপ (AFC Asian Cup) যোগ্যতা অর্জন পর্বের ম‍্যাচ। তার আগে দোহায় আগামীকাল জর্ডানের (Jordan) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে ভারতীয় দল (India team)। এএফসি এশিয়ান কাপের ম‍্যাচে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে ব‍্যস্ত ইগর স্টিমাচের দল।

জর্ডানের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের হ‍েডকোচ ইগর স্টিমাচ বলেন, “শক্তিশালী দলের বিরুদ্ধে আরও একটি খেলা সব সময় আমাদের সাহায্য করবে। এটি আমাদের শেষ প্রীতি ম্যাচ হবে যোগ্যতা অর্জন পর্বের আগে। এটাই দলকে দেখে নেওয়ার ফাইনাল সুযোগ। আমাদের কিছু তরুণ ফুটবলারদের কাছে ভালো সুযোগ থাকবে আন্তর্জাতিক ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের জন্য।”

এর আগে বেলারি ও কলকাতায় প্রস্তুতি শিবির সেরেছে ভারতীয় দল, তিনটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। স্টিম্যাচের মতে, ফুটবলারদের ফিটনেস একেবারে ভালো রয়েছে। এই নিয়ে স্টিমাচ বলেন, “ফিটনেস স্তর খুব ভালো রয়েছে। আমাদের আরও ১০ দিন হাতে রয়েছে, আর তা খুব ভালো হবে আমাদের জন্য। ছেলেরা খুব ভালো কাজ করছে, আর তাদের এই পরিশ্রমের সুফল আসবে যোগ্যতা অর্জন পর্বে ভালো ফলের মাধ্যমে।”

এএফসি কাপের ম‍্যাচ শেষ হওয়ায় ভারতীয় দলে যোগ দিয়েছেন এটিকে মোহনবাগানের ফুটবলাররা। তাদের দলে রাখা নিয়ে স্টিমাচ বলেন,” সাত দিনে তিনটি ম্যাচ খেলে ওরা খুব দেরিতে এসেছে। ফলে আমাদের খুব সতর্ক থাকতে হবে ওদের নিয়ে। আমাদের এখনও ৩৬ ঘন্টা রয়েছে ওদের সুস্থ হওয়ার জন্য। আর তারপর আমি সিদ্ধান্ত নেব ওদের মাঠে নামাব নাকি বিশ্রাম দেব।”

আরও পড়ুন:Sourav Ganguly: আইপিএলের সেরা ভ‍েন‍্যু ইডেন, টুইট করে জানালেন বিসিসিআই সভাপতি

 

 

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version