Thursday, August 28, 2025

ED-CBI-এর ভয়ে মেদিনীপুরের আবেগকে বিক্রি করেছ, অকৃতজ্ঞ: নাম না করে শুভেন্দুকে ধুয়ে দিলেন অভিষেক

Date:

হলদিয়ার তৃণমূলের শ্রমিক সমাবেশ থেকে নাম না করে বিজেপি বিধায়ক বিধায়ক শুভেন্দু অধিকারীকে ধুয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার রানিচক ময়দানের সমাবেশ থেকে অভিষেক বলেন, ED-CBI-এর ভয়ে মেদিনীপুর আবেগকে দিল্লিতে বিক্রি করেছে একজন। কটাক্ষ করে তিনি বলেন, ১১ বছর ধরে একটা লোক দলের বারোটা বাজিয়ে দিয়েছে। পূর্ব মেদিনীপুরের (East Medinipur) সঙ্গে দলের একটা দেওয়াল তুলে দিয়েছিল। আজ থেকে সেই দেওয়াল ভেঙে গেল বলে মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দুর বিরুদ্ধে তীব্র আক্রমণ শাণিয়ে অভিষেক বলেন, পদলেহন করে বাঁচাতে চাইছেন একজন। সিবিআইয়ের ভয় পূর্ব মেদিনীপুরের আবেগকে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছেন। চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, “তুমি দুবার আমায় দিল্লি ডেকে পাঠিয়েছো। আমি তোমার দুজন সাংসদকে নিয়েছি। তৃণমূল দরজা খুলে দিলে তোমাদের দলটা উঠে যাবে”।

তৃণমূল সাংসদের স্পষ্ট বক্তব্য, আগেই তিনি বুঝতে পেরেছিলেন দলের একটা লোক বিজেপি করছে। তিনি পূর্ব মেদিনীপুরের মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁরা আগেই ‘গাদ্দার’কে চিনে নিয়েছিলেন।

অভিষেকের অভিযোগ এখনও কয়েকজন ‘অনুগামী’ দলে থেকে দলের বারোটা বাজানোর চেষ্টা করছে। কার অনুগামী সেই নাম উহ্য রেখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, সভায় যাওয়ার পথেও এরকম কয়েকজন অনুগামীকে তিনি চিহ্নিত করেছেন। এদিনের সমাবেশেও তাঁরা উপস্থিত আছেন। ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। অভিষেকের স্পষ্ট বার্তা, কোনও ‘দাদার অনুগামী’ হয়ে তৃণমূলের থাকা যাবে না। তৃণমূলে সবাই একজনেরই অনুগামী- তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:শ্রমিকদের পক্ষ নিয়ে হলদিয়ার সমাবেশ থেকে ঠিকাদারদের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক

তোপ দেগে অভিষেক বলেন, মেদিনীপুরে একজনে গা জোয়ারি করেছে। আপনাদের সর্বনাশ করেছে আর নিজে কোটি কোটি টাকা করেছে। “টিভির পর্দায় পর্যন্ত টাকা নিতে দেখা গিয়েছে, লজ্জাও করে না।“ তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, “তুমি অকৃতদার নও, তুমি অকৃতজ্ঞ। পূর্ব মেদিনীপুরের মানুষের আবেগ নিয়ে তুমি খেলেছো”। হলদিয়ার সম্মেলনে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্ট বার্তা দেন, এবার থেকে সরাসরি তাঁদের সঙ্গে যোগাযোগ থাকবে মেদিনীপুরের মানুষের। আজ থেকেই সেই আত্মিক যোগাযোগ তৈরি হল বলে মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একসঙ্গে অভিষেক জানান, মেদিনীপুরে যাঁরা এখনও জমির পাট্টা পাননি, তাঁদের বিষয় নিয়ে তিনি নিজে কথা বলবেন।




Related articles

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...
Exit mobile version