Thursday, August 21, 2025

সন্ত্রাসবাদকে কখনোই সমর্থন নয়, স্পষ্ট জানাল ভারত

Date:

Share post:

সন্ত্রাসবাদকে(Terrorism) কোনওভাবেই প্রশ্রয় নয়। এই ইস্যুতে বাকি দুনিয়ার মতো ভারতও জিরো টলারেন্স(Zero tolerance ideology) নীতিরই পক্ষে।বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী(Arindam Bagchi) এই বিষয়ে অত্যন্ত স্পষ্ট করে জানিয়ে দেন।

সন্ত্রাসবাদী ইয়াসিন মালিকের(Yasin Malik) সমর্থনে কথা বলায় মুসলিম দেশগুলির সবথেকে বড় সংগঠন ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন’-(organisation of Islamic cooperation) কে এবার অত্যন্ত স্পষ্ট ভাষায় জবাব দিল ভারত (India)। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী শুক্রবার সাংবাদিকদের জানালেন, সন্ত্রাসবাদ ইস্যুতে বাকি দুনিয়ার মতো ভারতও জিরো টলারেন্স নীতির পক্ষে। পাশাপাশি ইয়াসিন মালিকের সাজা ঘোষণার নিন্দা করায় ইসলামিক দেশগুলির সংগঠনের নিন্দা করল ভারত। বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, এতে পরোক্ষভাবে সন্ত্রাসবাদকে সমর্থন করা হচ্ছে। ভারতের বিদেশমন্ত্রকের তরফে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনকে বলা হয়েছে, তারা যেন কোনওভাবেই সন্ত্রাসবাদকে সমর্থন না করে।ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, ইয়াসিন মালিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ দেওয়া হয়েছে আদালতে। তাঁকে আর কোনওভাবেই সমর্থন করা উচিত নয়। তিনি বলেন, “ইয়াসিন মালিকের বিচার নিয়ে ইসলামিক দেশগুলির সংগঠন অর্থাৎ ওআইসি (OIC)যে বিবৃতি দিয়েছে, ভারত সেটিকে অপ্রত্যাশিত বলে মনে করছে। সারা বিশ্ব সন্ত্রাসবাদের বিরোধিতা করছে। আমরা ওআইসিকে আবেদন জানাচ্ছি তারা যেন কোনওভাবেই সন্ত্রাসবাদকে সমর্থন না করে।”

উল্লেখ্য ৫৭টি মুসলিম অধুষিত দেশের সংগঠন ওআইসি। এরমধ্যে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের মতো দেশ।বুধবার ইয়াসিন মালিককে সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ জোগানোর অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় এনআইএ আদালত( NIA court)। মোট ১০টি মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ লক্ষ টাকা জরিমানা করে এনআইএ আদালত। লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মহম্মদ,হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি সংঠনগুলিকে জম্মু ও কাশ্মীরে অস্থিরতা তৈরির জন্য সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অপরাধে এবং তার জন্য অর্থের জোগান দেওয়ায় দোষী সাব্যস্ত করা হয় ইয়াসিন মালিককে। এরপর গত শুক্রবার ইসলামিক দেশের সংগঠনের তরফে ইয়াসিন মালিকের সাজার বিরোধিতা করে আন্তর্জাতিক মহলের কাছে হস্তক্ষেপের আবেদন করা হয়। এবার এই বিষয়ে ভারত তার অবস্থান স্পষ্ট করল।



spot_img

Related articles

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...