Monday, August 25, 2025

জয়পুরে কুয়োয় মিলল শিশু-সহ তিনবধূর পচাগলা দেহ! আত্মহত্যা না খুন ?

Date:

পিঙ্ক সিটি জয়পুরে (Pink City Jaipur)শিহরণ জাগানো ঘটনা প্রকাশ্যে এলো। একটি কুয়োর (Well)মধ্যে পাওয়া গেল একই পরিবারের পাঁচ সদস্যের পচাগলা দেহ যার মধ্যে রয়েছে দুজন শিশুও। শিশু দুটির একজনের বয়স ২০ দিন এবং অন্যজনের ৪ বছর। তিন যুবতীর বয়স যথাক্রমে ২০ থেকে ২৭ এর মধ্যে। অনুমান এঁদের মধ্যে দুজন মৃত দুই শিশুর মা।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) জয়পুরের ডুডু থানা(DuDu Thana)এলাকায়।এটি হত্যার ঘটনা না সন্তান নিয়ে আত্মহত্যা করেছেন ওই তিনজন সেই বিষয় এখন কোনও কিছু স্পষ্ট নয়। মৃতদের নাম কালু দেবী মিনা(Kalu Devi Mina), মমতা দেবী মিনা(Mamata Devi Mina) এবং কমলেশ মিনা(Kamlesh Mina)।

জানা গেছে, তিনজন বিবাহিত রমণী শুধু একই পরিবারের বউ নয় এবং আপন সহদরাও। সবচেয়ে দুর্ভাগ্যজনক তথ্য হল  মিনা এবং কামলেশ অন্তঃসত্তা ছিলেন। নাবালিকা বয়সে বিয়ে হয়েছিল তাঁদের। নিজের পায় দাঁড়াতে পড়াশুনো চালিয়ে যাচ্ছিলেন তিনজনেই। শনিবার পাঁচজনের দেহ উদ্ধার করে ডুডু থানার পুলিশ। ততক্ষণে দেহগুলিতে পচন ধরে, ফুলে গিয়েছিল। বুধবারএই পাঁচজনের নামে নিখোঁজের ডায়েরি করে তাঁদের পরিবারের লোকজন।

কিন্তু খোঁজ পেতে পুলিশের কালঘাম ছুটে যায়। এলাকার মানুষজন মন্ত্রী, মিডিয়া বিষয়টিতে হস্তক্ষেপ করেন। তারপর জোরদার তল্লাশি চালায় পুলিশ এবং শেষে শনিবার কুয়োর মধ্যে দেহগুলির খোঁজ মেলে। দেহ দেখে মনে করা হচ্ছে বাড়ি থেকে বেরনোর পরেই তাঁরা কুয়োয় ঝাঁপ দেয় বা ফেলে দেওয়া হয়। ফলে ভালমত পচন ধরেছে।

পুলিশ সূত্রের খবর, বাজার যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন তাঁরা । সঙ্গে ছিল দুটি বাচ্চাও। এরপর বিকেল গড়িয়ে রাত হয়ে যায় যখন তাঁরা বাড়ি ফেরেনা তখন পরিবারের লোক থানায় যায়। এরপর খোঁজ শুরু হয়। দেহগুলির ময়নাতদন্তে পাঠান হয়েছে। আত্মহত্যা নাকি পণের জন্য শ্বশুরবাড়ির লোকেরা তিন বোনকে খুন করেছে সেই বিষয় খতিয়ে দেখছে তদন্তকারি পুলিশ।

আরও পড়ুন- Uttarakhand: অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী ধামী

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version