Tuesday, August 26, 2025

Uttarakhand: অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী ধামী

Date:

রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি(uniform civil code) লাগু করতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়লেন উত্তরাখণ্ডের(Uttrakhand) মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী(Pushkar Singh Dhami)। দ্রুত এই নীতি কার্যকরের লক্ষ্যে সমস্ত রকম আইনি প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গড়া হল সরকারের তরফে।

উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হলে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ধামী। সেইমতো নির্বাচনে জয়ের পর এবার প্রতিশ্রুতি কার্যকর করতে ময়দানে নামলেন তিনি। উত্তরাখণ্ড সরকারের তরফে জানানো হয়েছে, সব ধর্মের মানুষের জন্য বিবাহ, বিবাহবিচ্ছেদ, জমি-সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত একই আইন প্রচলনের রূপরেখা তৈরি করবে সদ্য গঠিত ওই কমিটি। রঞ্জনা দেশাইয়ের পাশাপাশি এই কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রমোদ কোহলি, সমাজকর্মী মনু গৌড়, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার শত্রুঘ্ন সিং এবং দুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরেখা ডাঙ্গওয়াল।

আরও পড়ুন:কয়লা সঙ্কট আরও গুরুতর হতে চলেছে আগামী কয়েক মাসে, প্রকাশ্যে রিপোর্ট

নয়া এই বিধি লাগু করতে সরকারের তরফে তৈরি করা এই কমিটির কথা জানিয়ে এদিন ফেসবুকে একটি পোস্ট করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। যেখানে তিনি লেখেন, “এই সিদ্ধান্ত দেবভূমির (উত্তরাখণ্ড) সংস্কৃতি রক্ষা করবে এবং সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সাম্য আনবে।” তবে উত্তরাখণ্ডের বিজেপি সরকারের এহেন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বিরোধীদের তরফে। এই গোটা পদক্ষেপকে ‘ভোটব্যাঙ্কের রাজনীতি’ বলে তোপ দেগেছে কংগ্রেস।




Related articles

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...
Exit mobile version