করোনার দাপাদাপি কমতেই গড়াল ভারত-বাংলাদেশের ট্রেনের চাকা

করোনা পরিস্থিতি থিতু হতেই গড়াল ভারত-বাংলাদেশের ট্রেনের চাকা। ২ বছর বন্ধ থাকার পর রবিবার পুণরায় ভারত ও বাংলাদেশের যাত্রী সুবিদার্থে চালু করা হল কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস।



আরও পড়ুন:লাদাখে বাস দুর্ঘটনায় শহিদ জওয়ানের কফিনবন্দি দেহ পৌঁছল খড়গপুরে






পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, অতিমারির জন্য দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এই ২ টি ট্রেন।এতে সমস্যায় পড়ছিলেন দু’দেশের যাত্রীরা। রেল কর্তৃপক্ষকে একথা জানানোর পর নড়েচড়ে বসেন তাঁরা। এরপর করোনা পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতেই পুনরায় ভারত-বাংলাদেশ ট্রেন গুলি চালু করা হল।শীঘ্রই ভারত এবং বাংলাদেশের তৃতীয় ট্রেন মিতালি এক্সপ্রেসও চালু করা হবে বলে জানা গেছে।  সব রকম ব্যাবস্থা নেওয়া প্রায় শেষের পথে। আগামী ১ জুন থেকে নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা পর্যন্ত চলবে এই ট্রেনটি। ইতিমধ্যেই মিতালি এক্সপ্রেসের প্রায় সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছে।

Previous articleশিয়ালদহে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Next articleফলহারিণী কালীপুজোয় ভক্তদের ভিড় তারাপীঠ মন্দিরে