কার্যত এই প্রথম আন্তর্জাতিক মঞ্চে প্রকাশ্যে সন্ত্রাসবাদীদের বিরোধিতায় ভারতকে সমর্থন করল চিন। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হোক সন্ত্রাসবাদী সংগঠনগুলির সমস্ত ঘাঁটি। সন্ত্রাসবাদ রোধে কার্যকরী পদক্ষেপ করা হোক। এই ভাষাতেই ভারতের সুরে সুরে মেলাল চিন। সম্প্রতি তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে চতুর্থ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে অংশ নিয়েছিল ভারত, চিন, রাশিয়া, ইরান, কাজাখস্তান, উজবেকিস্তান, তাজাকিস্তান ছাড়াও এশিয়ার কয়েকটি দেশ। মূলত বিশ্বজুড়ে সন্ত্রাসবাদীদের কার্যকলাপ বৃদ্ধি নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। বৈঠকে সন্ত্রাসবাদ রুখতে প্রতিটি দেশকেই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার বার্তা দেওয়া হয়েছে।

এই মঞ্চেই ভারতকে মুক্ত কণ্ঠে সমর্থন জানিয়েছে চিন। ভারত, চিন সহ একাধিক দেশ একটি যৌথ বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানের ভূমিকে ব্যবহার করে সেখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে কিছু আন্তর্জাতিক জঙ্গি সংগঠন। অভিযোগ, আফগান সরকার গোপনে তাদের আশ্রয়দান, প্রশিক্ষণ, পরিকল্পনা এমনকী অর্থ সাহায্যও করছে। যদিও আফগানিস্তান এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। আফগান সরকারেরে দাবি, তারা ২০২০ সালের দোহা চুক্তি মেনে কাজ করে চলেছে। আফগান মাটিকে ব্যবহার করে কোনও প্রতিবেশী দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ যাতে না হয়, সে ব্যাপারে আফগান সরকার সদাই সচেষ্ট।
