প্রতিবেদন, নয়াদিল্লি : কয়লা সঙ্কট মোকাবিলায় বিদেশ থেকে কয়লা আমদানি করবে ভারত। রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড (কোল ইন্ডিয়া লিমিটেড) এমনটাই জানিয়েছে। ২০১৫ সালের পরে প্রথমবারের মতো কয়লা আমদানি করবে ভারত। আমদানিকৃত জ্বালানি সারাদেশে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সরবরাহ করা হবে। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রণকের একটি চিঠিতে একথা জানা গেছে । কয়লা সঙ্কটের দরুণ নতুন করে দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ মন্ত্রক বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় আধিকারিকরা এপ্রিলের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে কয়লা মজুত নিশ্চিত করতে বলেছেন। গত এপ্রিল মাসে, দেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি বিগত ছয় বছরের মধ্যে প্রথমবার সবচেয়ে বেশি কয়লা সঙ্কটের মুখোমুখি হয়েছিল। যার ফলে একাধিক রাজ্যে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছিল। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক, ২৮ মে তারিখের একটি চিঠিতে বলেছে, “সরকারি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারীদের সরবরাহের জন্য কোল ইন্ডিয়া সরকার-থেকে-সরকার ভিত্তিতে কয়লা আমদানি করবে।” কয়লা সচিব এবং কোল ইন্ডিয়ার চেয়ারম্যান, কেন্দ্র ও রাজ্যের উচ্চ ক্ষমতার আধিকারিক সহ সমস্ত স্টকহোল্ডারদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে। বিদ্যুৎ মন্ত্রক চিঠিতে বলেছে যে প্রায় সমস্ত রাজ্যই পরামর্শ দিয়েছে যে রাজ্যগুলির দ্বারা কয়লা আমদানির সাথে জড়িত পৃথক দরপত্রগুলি বিভ্রান্তির সৃষ্টি করবে । তাই কয়লা আমদানির বিষয়টি কোল ইন্ডিয়ার মাধ্যমেই করা উচিত। সেই দাবির পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশঙ্কা রয়েছে যে চলতি আর্থিক বছরের (২০২২-২৩) দ্বিতীয় ত্রৈমাসিকে, অর্থাৎ সেপ্টেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে ব্যাপক কয়লার ঘাটতির সম্মুখীন হতে পারে, কারণ বিদ্যুতের চাহিদা বেশি হওয়ার কথা। বিদ্যুৎ মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ কমিটি তাদের প্রতিবেদনে এ কথা বলেছে । এতে দেশে ব্যাপক বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা বেড়েছে। সেপ্টেম্বর প্রান্তিকে চাহিদা অনুযায়ী কয়লার সরবরাহে ৪২.৫ মিলিয়ন টন ঘাটতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘাটতি গত এপ্রিল মাসের সঙ্কটের তুলনায় ১৫ শতাংশ বেশি হতে পারে।
