Thursday, August 28, 2025

এক বছরে দ্বিগুণ বেড়েছে জাল নোট, RBI রিপোর্ট সহ মোদিকে তোপ ডেরেকের

Date:

Share post:

কালো টাকার পাশাপাশি জাল নোটে লাগাম টানতে ২০১৬ সালের ৮ নভেম্বর নোট বন্দির(Demonetization) সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তবে কালোটাকা যে উদ্ধার হয়নি সে প্রমাণ আগেই মিলেছে এবার রিজার্ভ ব্যাংকের তরফে যে তথ্য প্রকাশ পেয়েছে তাতে দেখা যাচ্ছে প্রতিবছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে জালনোটের(Fake Currency) পরিমাণ। দেশের শীর্ষ ব্যাংকের এই পরিসংখ্যানকে হাতিয়ার করেই এবার সরব হয়ে উঠলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’Brien)।

রিজার্ভ ব্যাংকের তরফে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, গত এক বছরে দেশে জাল নোট দ্বিগুণ পরিমাণে বেড়েছে। এই রিপোর্টকে হাতিয়ার করে মোদি সরকারের বিরুদ্ধে রবিবার সরব হয়ে ওঠেন ডেরেক ও’ব্রায়েন। টুইটারে তিনি লেখেন, “নমস্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নোট বাতিলের কথা মনে আছে। কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আপনার বিরোধিতায় সরব হয়েছিলেন। মনে আছে আপনি বলেছিলেন কীভাবে নোট বাতিলের (Note Ban) ফলে জাল নোটের পরিমাণ কমে যাবে। এই দেখুন রিজার্ভ ব্যাংকের পরিসংখ্যান কী বলছে?”

এরপরই রিজার্ভ ব্যাংকের সেই রিপোর্ট টুইটারে তুলে ধরেন ডেরেক যেখানে দেখা যাচ্ছে, ২০২০-২১ অর্থবর্ষের তুলনায় ২০২১-২২ অর্থবর্ষে জাল ৫০০ টাকার নোটের সংখ্যা বেড়েছে ১০১.৯ শতাংশ। অর্থাৎ এক বছরে ৫০০ টাকার জাল নোট দ্বিগুণেরও বেশি হয়ে গিয়েছে। একইভাবে গত এক বছরে ২ হাজার টাকার জাল নোটের সংখ্যাও বেড়েছে প্রায় ৫৪.৬ শতাংশ। তবে শুধু ৫০০ ও ২০০০ এর নোট ২০০ টাকা থেকে ১০ টাকা ২০ টাকার জাল নোটও ব্যাপকভাবে বেড়েছে। তথ্য বলছে, ২০০ টাকার নোটে জাল বেড়েছে ১১.৭ শতাংশ। ১০ টাকার জাল নোটের সংখ্যা বেড়েছে ১৬.৪ শতাংশ। ২০ টাকার নোটে জাল বেড়েছে ১৬.৫ শতাংশ।




spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...