Monday, August 25, 2025

নজর ঘোরাতে আচার্য বদল: সরব ধনকড়, ‘অবান্তর মন্তব্য’, পাল্টা সৌগত

Date:

শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনা থেকে সংবাদমাধ্যমের নজর ঘোরানোর জন্য আচার্য বদল ইস্যুকে সামনে আনা হচ্ছে। রবিবার শিলিগুড়ি শহরে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল(Govornor) জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। যদিও পাল্টা রাজ্যপালের এই মন্তব্যকে সম্পূর্ণরূপে ‘অবান্তর ও অপ্রাসঙ্গিক’ বলে অভিযোগ তুললেন তৃণমূল(TMC) সাংসদ সৌগত রায়(Sougata Roy)।

এদিন শিলিগুড়িতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জগদীপ ধনকড় বলেন, “বিশ্ববিদ্যালয়ের আচার্য বদলের ইস্যুটি এমন একটি সময় আনা হল যখন রাজ্যে এসএসসি দুর্নীতি নিয়ে আলোচনা চলছে। আসলে সাংবাদমাধ্যেমের নজর ঘুরিয়ে দিতে কৌশলগত ভাবে এই সময় ইস্যুটিকে সামনে আনা হয়েছে।” রাজ্য শিক্ষা পরিস্থিতি নিয়ে অভিযোগ তুলে ধনকড় আরও বলেন, দুর্নীতির বেলুনটা ক্রমশ বড় হচ্ছে। স্বজনপোষণ হচ্ছে। কোনও বাছাই ছাড়াই নিয়োগ করা হয়েছে। রাজ্যপালের ভূমিকা খর্ব করা হচ্ছে। এই দুর্নীতির ফলে হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে।

আরও পড়ুন:Rajasthan Royals: শেন ওয়ার্নের জন‍্য ট্রফি জিততে চাই, বললেন রাজস্থান অধিনায়ক

যদিও রাজ্যপালের বক্তব্যের পাল্টা তোপ দেগে ওই মন্তব্যকে অবান্তর ও অপ্রাসঙ্গিক বলে তোপ দাগেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “রাজ্যপালের ভূমিকা উচ্চাশিক্ষায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। ফাইলের পর ফাইল সই না করে তিনি আটকে রেখেছেন।” উল্লেখ্য, সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যপাল আর বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য থাকবেন না, এই দায়িত্বে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকেও সরানো হচ্ছে রাজ্যপালকে। এই ঘটনাতেই ক্ষুব্ধ ধনকড়। কার্যত সংঘাতের ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, “বিল আগে আসুক। রাজ্যপাল কি বিলে সই করবেন? রাজ্যপাল সই না করলে কি বিলটি অর্ডিন্যান্স হবে?”




Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version