মাঝ আকাশে আচমকাই বেপাত্তা বিমান। তারা এয়ারলাইনের একটি বিমান রবিবার ২২জন আরোহীকে নিয়ে পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৯টা ৫৫ মিনিটে বিমানটি উড়ানের পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যাত্রীদের মধ্যে রয়েছেন চার ভারতীয়, তিন জাপানি।

আরও পড়ুন:পালিত হল অ্যাকাউন্টস লাইব্রেরির প্লাটিনাম জুবিলী
বেসরকারি ওই বিমানটিতে ১৯ জন যাত্রী ছাড়াও ৩ জন বিমানকর্মী ছিলেন।তারা এয়ারের এক আধিকারিকের কথায়, পোখরা থেকে 9N-AET বিমানটি রওনা দেয়। কিন্তু মাঝ আকাশেই হঠাৎ বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির।
শেষবার বিমানটিকে মুস্তাং জেলার আকাশের ওপর দেখা গিয়েছিল। তারপরে সেটি মাউন্ট ধৌলগিরির দিকে বাঁক নেয়।তারপর থেকেই বেপাত্তা বিমানটি। ইতিমধ্যেই শুরু হয়েছে খোঁজাখুঁজি।