পানিহাটিতে বোমাবাজি, গ্রেফতার জেল ফেরত দুষ্কৃতী-সহ চার

উত্তর ২৪ পরগনার পানিহাটিতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।  বোমা ছুড়ে  বিটি রোড ধরে পালানোর সময় পুলিশকে  লক্ষ্য করেও  বোমা ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে  গ্রেফতার করা হয়েছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিশু নামে এক জেল ফেরত দুষ্কৃতীর নেতৃত্বে এই  ঘটনা ঘটেছে।  শনিবার রাতে দলবল নিয়ে পানিহাটির স্বদেশি মোড়ে একটি কারখানায় এসে হামলা চালায় বিশু নামের ওই দুষ্কৃতী।  পরপর বেশ কয়েকটি বোমাও ছোড়ে তারা। খবর পেয়ে  তাদের তাড়া করে পুলিশ। পালানোর সময় পুলিশকে লক্ষ্য করেও বোমা ছোড়ে দুষ্কৃতীরা। পুলিশের গাড়িকে ধাক্কা মারা হয় বলেও অভিযোগ।  তল্লাশি চালিয়ে বেলঘরিয়া-নিমতা এলাকা থেকে মূল অভিযুক্ত বিশু সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি  তাজা বোমাও উদ্ধার করেছে খড়দহ থানার পুলিশ।

 

Previous articleনেপালের মাঝ আকাশে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিলল, ২২ জনের মৃত্যুর আশঙ্কা
Next articleChampions League: চ‍্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম‍্যাচ শুরুর আগে উত্তেজনা, সমর্থকদের উপর কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ