নেপালের মাঝ আকাশে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিলল, ২২ জনের মৃত্যুর আশঙ্কা

ঘণ্টা চারেকের মধ্যেই উধাও হয়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলল। রবিবার সকালে ‘নিখোঁজ’ হয়ে যাওয়া যাত্রীবোঝাই বিমানটি বেপাত্তা হতেই শুরু হয় খোঁজাখুঁজি। বিশেষ হেলিকপ্টারও পাঠানো হয়। এরপরই খোঁজ মিলল বিমানের ধ্বংসাবশেষের।



আরও পড়ুন:নেপালের মাঝ আকাশে বেপাত্তা উড়ান, নিখোঁজ ২২


জমসম যাওয়ার পথে নিখোঁজ হয়ে গিয়েছিল বিমানটি। দুপুর নাগাদ মুস্তাঙ্গের লার্জুঙ্গে উদ্ধার হয় বিমানটির ধ্বংসাবশেষ। বিমানটি চিহ্নিত করা সম্ভব হলেও এখনও উদ্ধারকারী দল পাঠানো যায়নি। খারাপ আবহাওয়ার কারণে লার্জুঙ্গে নামানো যাচ্ছে না হেলিকপ্টার। সেনাবাহিনীদের অনুমান, বিমানের কোনও যাত্রীই সম্ভবত বেঁচে নেই। হেলিকপ্টারের বদলে পায়ে হেঁটে উদ্ধারকাজে রওনা দিয়েছে উদ্ধারকারী দল।




নেপাল পুলিশ ও সেনা বাহিনী উদ্ধারের কাজে নেমেছে। সেনা সূত্রে খবর, জঙ্গলের মধ্যে ধোঁয়া বেরতে দেখা যায়। সেই দিকেই সন্ধান শুরু করে। তবে আবহাওয়া খারাপ থাকার জন্য তেরাই জঙ্গলে উদ্ধারে সমস্যা হচ্ছে।

Previous articleকান-এ বাঙালির জয়,গোল্ডেন  আই অ্যাওয়ার্ড জিতল শৌনক সেনের তথ্যচিত্র ‘অল দ্যাট ব্রিদস’
Next articleপানিহাটিতে বোমাবাজি, গ্রেফতার জেল ফেরত দুষ্কৃতী-সহ চার