পাঞ্জাবের(Punjab) সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রশাসনিক স্তরে শোধনে মনোনিবেশ করেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwan Singh man)। আর সেই লক্ষ্যে জোরকদমে শুরু হয়েছে কাজ। পূর্ব প্রতিশ্রুতি মত ভিআইপিদের(VIP) নিরাপত্তা প্রত্যাহারের কাজ শুরু হয়েছে। শনিবার পাঞ্জাব সরকারের তরফে ঘোষণা করা হয়েছে রাজ্যের আরও ৪২৪ জন ভিআইপির নিরাপত্তা প্রত্যাহার(security withdraw) করা হবে।

পাঞ্জাবে ক্ষমতায় আসার পর গত এপ্রিল মাসে প্রথম দফায় ১৮৪ জন ভিআইপির নিরাপত্তা প্রত্যাহার করে আপ সরকার। যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক। এরপর মে মাসের শুরুতে ১২২ জন মন্ত্রী বিধায়কদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়। এই তালিকায় ছিলেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী চরনজিৎ সিং চান্নিও। নিরাপত্তা প্রত্যাহারের পর মুখ্যমন্ত্রী জানান, এই পদক্ষেপে অন্তত ৪০০ জন পুলিশকর্মী থানায় ফিরতে পেরেছেন। যা আইনশৃঙ্খলা রক্ষার কাজে লাগবে। এরপর তৃতীয় দফায় ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দিল মান সরকার।

আরও পড়ুন:সন্ধে সাতটার পর আর কাজ করতে পারবেন না মহিলারা! যোগী রাজ্যের নয়া নির্দেশ নিয়ে বিতর্ক

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, পুলিশের কাজ মানুষকে পরিষেবা দেওয়া, ভিআইপিদের চিন্তা করা নয়। পাঞ্জাব সরকারের দাবি, এই নতুন সিদ্ধান্তের ফলে আরও বহু পুলিশকর্মীকে নিরাপত্তারক্ষীর কাজ করা থেকে মুক্ত করা যাবে। যা আইনশৃঙ্খলা রক্ষার্থে বড় ভূমিকা নিতে পারে।
