৩ জুন,শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ

আগামী মাসের ৩ জুন, শুক্রবার প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল। সকাল ৯টায় ফলপ্রকাশ করবে মাধ্যমিক শিক্ষা পর্ষদ। সকাল ১০টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফলাফল।


আরও পড়ুন: মোনালিসার ছবিতে হামলা, কেক মাখিয়ে দিল দুষ্কৃতী


চলতি বছরের ৭ মার্চ শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। ১৬ মার্চ ছিল পরীক্ষার শেষদিন। এ বছর করোনা পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতেই অফলাইনেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় মধ্যশিক্ষা পর্ষদ।




এদিন পর্ষদের তরফে জানানো হয়েছে, ৩ জুন সকাল ১০ টা থেকে অনলাইনে দেখা যাবে মাধ্যমিকের ফল। কোন কোন ওয়েবসাইটে ফল দেখা যাবে, ইতিমধ্যেই তাও পর্ষদের তরফে জানানো হয়েছে।

একনজরে দেখে নিন কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরাঃ

www.wbbse.wb.gov.in, http://wbresults.nic.in, www.exametc.com, http://abpananda.abplive.in, www.schools9.com সহ আরও কয়েকটি ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। এছাড়াও এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা।

Previous articleমোনালিসার ছবিতে হামলা, কেক মাখিয়ে দিল দুষ্কৃতী
Next articleপ্রতিশোধের কারণেই হত্যা সিধুর! ছেলের হত্যাকাণ্ডে সিবিআই দাবি বাবার