Friday, December 19, 2025

করোনায় অনাথ শিশুদের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ, ঘোষণা মোদির

Date:

Share post:

করোনায় অনাথ শিশুদের(Orphan) জন্য বড় ঘোষণা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এদিন প্রধানমন্ত্রীর তরফে ঘোষণা করা হয়েছে পিএম কেয়ার ফর চিলড্রেন(PM Care for Children) স্কিমের আওতায় এই সমস্ত অনাথ শিশুদের ১০ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ(Schollarship) দেওয়া হবে। পাশাপাশি অন্ত্যোদয় প্রকল্পের মাধ্যমে তাদের জন্য মাসে চার হাজার টাকার ব্যবস্থাও করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, ১৮ বছর থেকে ২৩ বছর পর্যন্ত একটি বৃত্তি পাবেন এইসব অনাথ শিশুরা। এদের বয়স ২৩ বছর হলে তিনি ১০ লাখ টাকা পর্যন্ত স্কলারশিপ পাবেন। অসুস্থতায় পাবেন আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা।

এপ্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রী জানান, করোনায় যারা নিজের পরিবারকে হারিয়েছে তাদের জন্য এটা একটি ক্ষুদ্র প্রচেষ্টা। পিএম কেয়ারস ফর চিলড্রেন-এর মাধ্যমে সেইসকল অনাথ শিশুদের জন্য সরকার উদ্দ্যোগ নিয়েছে। এবং আমি খুশি এই শিশুদের পড়াশোনার জন্য তাদের বাড়ির কাছের সরকারি বা বেসরকারি স্কুলে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সরকার সেইসব অনাথ শিশুদের পাশে দাড়ানোর চেষ্টা করছে, এবং তাদের জন্য একটি বিশেষ পরিষেবা চালু করা হয়েছে। করোনা মহামারীর কারণে সারা বিশ্ব বিপর্যস্ত। যে সাহস ও ধৈর্যের সঙ্গে দেশবাসী এই সংকট মোকাবেলা করেছেন, সেই সাহসের জন্য আমি তাঁদের সকলকে স্যালুট জানাই।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নয়া এই প্রকল্পের মাধ্যমে শিশুদের খাদ্য, বাসস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। শিক্ষা ও বৃত্তির মাধ্যমে এই ধরনের শিশুদের ক্ষমতায়ন করা এবং ২৩ বছর বয়সে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়ে তাদের স্বনির্ভর করা। এবং এই স্কিমে ওই সকল শিশুদের আয়ুষ্মান ভারত প্রকল্পে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবীমার ব্যবস্থা।




spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...