Ssc-cbi : এসএসসি অফিসে তল্লাশি চালিয়ে প্রচুর নথি, হার্ডডিক্স উদ্ধার করল সিবিআই

টানা দু’দিন ধরে লাগাতার তল্লাশি চালিয়ে এসএসসি অফিস থেকে প্রচুর নথি, ফাইল ও ৮-১০টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করল সিবিআই। এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এসএসসি দফতর আচার্য সদন সিল করে দিয়েছিল। শনি ও রবিবার সিল খুলে সিবিআই অফিসাররা তল্লাশি চালান। উল্লেখ্য এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় এই প্রথম দফতরের নথিপত্র বাজেয়াপ্ত করল সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে এরপর বাজেয়াপ্ত করা সমস্ত হার্ড ডিস্ক ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। শুধু হার্ড ডিস্ক নয় উদ্ধার হওয়া লক্ষী এবং ফাইলপত্র সমস্ত খুঁটিয়ে পড়ে দেখছেন সিবিআই অফিসাররা। অন্যদিকে নিজাম প্যালেস গিয়ে এদি্ন প্রচুর নথি জমা দিয়েছেন তিন মামলাকারী । সেই সব তথ্যর সঙ্গে উদ্ধার হওয়া ফাইলের তথ্যে কোনও মিল আছে কী না বা কোনো সম্পর্ক আছে কী না সেসব খতিয়ে দেখা হবে। তবে তদন্তের স্বার্থে সিবিআই সূত্রে এর বেশি কিছু প্রকাশ করা হচ্ছে না।

 

Previous articleবিজেপিতে তৃণমূলের মতো কর্মী নেই, আমরা দরজা খুলে দিলে দলটা উঠে যাবে: অভিষেক
Next articleআমার দলের হলে টেনে চারটে থাপ্পড় মারতাম: পুরুলিয়ার জেলাশাসককে তোপ মমতার