পুরুলিয়ায় কর্মিসভায় স্থানীয় তৃণমূল নেতৃত্বকে ধন্যবাদ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

•আমাদের নিশ্চয় কিছু ভুল ছিল যার জন্য আপনারা লোকসভা ও বিধানসভা বিজেপিকে ভোট দিয়েছেন
•ভোটের পরে আর বিজেপির “দেখা নাই রে”
•আজ উন্নয়নমূলক প্রকল্প এবং সামাজিক উন্নয়ন প্রকল্প দিচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার
• অলচিকিতে লেখাপড়ার ব্যবস্থা করেছে তৃণমূল সরকার
•পুরুলিয়ায় তৈরি হবে ফিল্ম সিটি ও বিমানবন্দর

•আমাদের এখান থেকে সব ট্যাক্স নিয়ে যায় দিল্লির বিজেপি সরকার, আমাদের দেয় মাত্র 40 শতাংশ
•100 দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পের টাকা দিচ্ছেনা কেন্দ্র
•2024 নো এন্ট্রি ফর বিজেপি

•বিজেপি-সিপিএম-কংগ্রেস আর একটি ভোটও নয়
•গরু পাচারের কজন BSF কর্মী গ্রেফতার হয়েছে?
• পুরুলিয়ায় হোম স্টে বাড়ানো হবে, তৈরি হবে রিলিজিয়ান সার্কিট

আরও পড়ুন:উলট পুরান : সীতার পাতাল প্রবেশ মামলায় ত্রিপুরার উদয়পুরের থানা ক্লিনচিট দিল কুণালকে
