Tuesday, August 26, 2025

২০২৪-এ বাংলায় বিজেপির ‘নো এন্ট্রি’: পুরুলিয়ার কর্মিসভায় থেকে কেন্দ্র-বিজেপিকে তোপ মমতার

Date:

পুরুলিয়ার কর্মিসভা থেকে ২০২৪-এর সুর বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, পুরুলিয়ায় (Purilia) কর্মিসভা থেকে তৃণমূলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে নেত্রী বার্তা দেন ২০২৪-এ বাংলায় বিজেপির ‘নো এন্ট্রি’ (No Entry)।

লোকসভা ও পরে বিধানসভা নির্বাচনে পুরুলিয়ায় ভালো ফল হয়নি তৃণমূলের। সেই কথা মেনে নিয়ে মমতা বলেন, “আমাদের নিশ্চয় কিছু ভুল ছিল যার জন্য আপনারা লোকসভা ও বিধানসভা বিজেপিকে ভোট দিয়েছেন“। এরপরেই জনপ্রিয় গানের লাইন উদ্ধৃত করে মমতা বলেন, বিজেপির সাংসদ-বিধায়করা জেতার পরে উধাও। “তোমার দেখা নাই রে… তোমার দেখা নাই“। তবে, কন্যাশ্রী থেকে সবুজশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন ভাতা দিচ্ছে রাজ্যের তৃণমূল সরকার-মনে করিয়ে দেন মমতা।

মুখ্যমন্ত্রী নিতে কুড়মালি ভাষায় কবিতা লিখেছেন। সভায় স্থানীয় ভাষায় কথাও বলেন মমতা। জানান, তৃণমূল সরকারের আমলেই অলচিকিতে লেখাপড়ার ব্যবস্থা হয়েছে বাংলায়।

এর পরেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মমতা বলেন, ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পের টাকা দিচ্ছে না মোদি সরকার। “আমাদের এখান থেকে সব ট্যাক্স নিয়ে যায় দিল্লির বিজেপি সরকার, আমাদের দেয় মাত্র ৪০ শতাংশ।“ এই বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে একটি ভোটও না দেওয়ার বার্তা দেন। তৃণমূল নেত্রী। বলেন, “২০২৪-এ বাংলায় বিজেপির ‘নো এন্ট্রি’।“ একই সঙ্গে তিনি বলেন, বিজেপি-সিপিএম-কংগ্রেস আর একটি ভোটও নয়। কেন্দ্রীয় এজেন্সি নিয়েও সরব হন মমতা। প্রশ্ন তোলেন, গরু পাচারের কজন BSF কর্মী গ্রেফতার হয়েছে? অতীতের ভুল শুধরে নিয়ে দলীয় কর্মীদের উন্নয়নের পথে হাঁটার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন:সিধু মুসেওয়ালা খুনের নেপথ্যে মূল অভিযুক্ত গোল্ডি ব্রার, লরেন্স বিষ্ণোই কে ?

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version