Tuesday, November 11, 2025

২০২৪-এ বাংলায় বিজেপির ‘নো এন্ট্রি’: পুরুলিয়ার কর্মিসভায় থেকে কেন্দ্র-বিজেপিকে তোপ মমতার

Date:

পুরুলিয়ার কর্মিসভা থেকে ২০২৪-এর সুর বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, পুরুলিয়ায় (Purilia) কর্মিসভা থেকে তৃণমূলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে নেত্রী বার্তা দেন ২০২৪-এ বাংলায় বিজেপির ‘নো এন্ট্রি’ (No Entry)।

লোকসভা ও পরে বিধানসভা নির্বাচনে পুরুলিয়ায় ভালো ফল হয়নি তৃণমূলের। সেই কথা মেনে নিয়ে মমতা বলেন, “আমাদের নিশ্চয় কিছু ভুল ছিল যার জন্য আপনারা লোকসভা ও বিধানসভা বিজেপিকে ভোট দিয়েছেন“। এরপরেই জনপ্রিয় গানের লাইন উদ্ধৃত করে মমতা বলেন, বিজেপির সাংসদ-বিধায়করা জেতার পরে উধাও। “তোমার দেখা নাই রে… তোমার দেখা নাই“। তবে, কন্যাশ্রী থেকে সবুজশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন ভাতা দিচ্ছে রাজ্যের তৃণমূল সরকার-মনে করিয়ে দেন মমতা।

মুখ্যমন্ত্রী নিতে কুড়মালি ভাষায় কবিতা লিখেছেন। সভায় স্থানীয় ভাষায় কথাও বলেন মমতা। জানান, তৃণমূল সরকারের আমলেই অলচিকিতে লেখাপড়ার ব্যবস্থা হয়েছে বাংলায়।

এর পরেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মমতা বলেন, ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পের টাকা দিচ্ছে না মোদি সরকার। “আমাদের এখান থেকে সব ট্যাক্স নিয়ে যায় দিল্লির বিজেপি সরকার, আমাদের দেয় মাত্র ৪০ শতাংশ।“ এই বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে একটি ভোটও না দেওয়ার বার্তা দেন। তৃণমূল নেত্রী। বলেন, “২০২৪-এ বাংলায় বিজেপির ‘নো এন্ট্রি’।“ একই সঙ্গে তিনি বলেন, বিজেপি-সিপিএম-কংগ্রেস আর একটি ভোটও নয়। কেন্দ্রীয় এজেন্সি নিয়েও সরব হন মমতা। প্রশ্ন তোলেন, গরু পাচারের কজন BSF কর্মী গ্রেফতার হয়েছে? অতীতের ভুল শুধরে নিয়ে দলীয় কর্মীদের উন্নয়নের পথে হাঁটার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন:সিধু মুসেওয়ালা খুনের নেপথ্যে মূল অভিযুক্ত গোল্ডি ব্রার, লরেন্স বিষ্ণোই কে ?

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version