নিজে চাকরি পেলেও বাকিদের জন্য চলবে আন্দোলন, জানালেন সোমা

যখন তাঁর পাশে কেউ ছিল না তখন ছিলেন এই আন্দোলনকারী ছাত্র-ছাত্রী। এঁরাই ছিলেন তাঁর দিনরাতের লড়াইয়ের সঙ্গী। তাই নিজে চাকরি পেলেও বাকিদের জন্য আন্দোলন চালিয়ে যাবেন।

স্কুলে চাকরির চিঠি পেলেন ক্যানসার যোদ্ধা সোমা দাস(Soma Das)। নামেই এখন তিনি বেশ পরিচিত। নিজের জেলাতেই বীরভূমের( Birbhum) নলহাটি-১ ব্লকের মধুরা হাইস্কুলে(HighSchool) বাংলা শিক্ষকের চাকরি পেয়েছেন তিনি। কিন্তু তাও লড়াই চালিয়ে যেতে চান সোমা।

গত ১৩ এপ্রিল সোমাকে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষকতার চাকরির বদলে অন্য সরকারি চাকরি গ্রহণের প্রস্তাব দেন। কিন্তু সোমা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। যখন তাঁর পাশে কেউ ছিল না তখন ছিলেন এই আন্দোলনকারী ছাত্র-ছাত্রী। এঁরাই ছিলেন তাঁর দিনরাতের লড়াইয়ের সঙ্গী। তবে নিজে চাকরি পেলেও বাকিদের জন্য আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন সোমা।



Previous articleকিষান মান্ডিতে গরমিলের অভিযোগ, বাঁকুড়ায় কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর
Next article১০ জুন থেকে শুরু বিধানসভার বাদল অধিবেশন, পেশ হবে বিশ্ববিদ্যালয়ে আচার্য বদলের বিল