Wednesday, August 20, 2025

কুসংস্কার: কলার ভেলায় সাপের কামড়ে মৃত বালিকার দেহ!

Date:

Share post:

কাটেনি কুসংস্কার! একুশ শতকেও সাপের কামড়ে মৃত বালিকার দেহ সৎকার না করে কলার ভেলায় চাপিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হল। ঘটনাটি ঘটনা দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের (Sundarban) সাগর ব্লকের মৃত্যুঞ্জয়নগরে পূর্বপল্লিতে। মঙ্গলবার, দুপুরে বাড়িতে বাবা-‌ মায়ের সঙ্গে ঘুমোচ্ছিল শ্রাবণী মালাকার। সেই সময় তাকে ছোবল দেয় বিষধর কেউটে। দশ বছরের শ্রাবণীকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় গ্রামের এক ওঝার কাছে। কিন্তু সে আরও অসুস্থ হয়ে পড়ে। পরে সাগর ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অ্যান্টিভেনাম ইঞ্জেকশন দেন।

কিন্তু শেষরক্ষা হয়নি। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়। কারণ, চিকিৎসকদের মতে সাপে কামড়ানোর পর দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হয়। এই সময়টা অত্যন্ত জরুরি। এরপর অন্ধ কুংস্কারের আরও নজির। মুড়িগঙ্গা নদীতে কলার ভেলায় শ্রাবণীর দেহ ভাসিয়ে দেন অভিভাবকরা। একুশ শতকে দাঁড়িয়ে এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে যায় এলাকায়। প্রচুর মানুষ ভিড় জমান নদীর চরে।

বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দেওয়া হয়েছে। সাপের কামড়ে মৃত্যুর পরে কোনওভাবে প্রাণ ফেরা সম্ভব নয় বলে জানিয়েছেন বিজ্ঞান মঞ্চের প্রতিনিধি স্কুল শিক্ষক সৌম্যকান্তি জানা। বুধবার, বিকেলে খবর পান সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল। খবর পাওয়ার পর সাগর থানার পুলিশ কলারভেলা থেকে বালিকার দেহটি উদ্ধার করে। দেহটিকে আপাতত সাগর ব্লক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বিডিও সুদীপ্ত মণ্ডল জানিয়েছেন, আইন মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

spot_img

Related articles

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, এখন থেকে ঠিক দু'ঘণ্টার মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে...