Saturday, November 15, 2025

কাশীর আরেক মসজিদে পুজোর আর্জি, পিটিশন জমা পড়ল আদালতে 

Date:

জ্ঞানবাপী মামলার( Gyanbapi case) নিষ্পত্তি হওয়ার আগেই ফের মসজিদে পুজো করার দাবি(Demand to worship in the mosque) নিয়ে ছড়াল বিতর্ক। ইতিমধ্যেই আদালতে ওই মসজিদে পুজো করার আর্জি নিয়ে পিটিশন জমা পড়েছে বলে জানা গেছে। সম্প্রতি জ্ঞানবাপী মসজিদের (Gyanbapi Mosque) ভিতরে ‘শিবলিঙ্গ’ থাকার দাবি ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। এই আবহেই এবার নতুন সংযোজন কাশীর (Kashi) পঞ্চগঙ্গা ঘাটের কাছেই অবস্থিত মসজিদ(Mosque)।

কিন্তু কেন এই দাবি উঠছে? আবেদনকারী জানাচ্ছেন কাশীর পঞ্চগঙ্গার তীরে যেখানে বর্তমানে মসজিদ অবস্থিত , প্রাচীনকালে সেখানেই ছিল বিন্দু মাধব মন্দির। সেই মন্দিরের আরাধ্য দেবতা ছিলেন বিষ্ণু। প্রমাণস্বরূপ আবেদনকারী ‘বারাণসী গেজেটার’ নামের এক  বইয়ের কথা তুলে ধরেন। কিন্তু পরবর্তীতে ঔরঙ্গজেব ওই মন্দির ধ্বংস করে তৈরি করেন মসজিদ।আবেদনকারীদের আইনজীবী রাজা আনন্দ জ্যোতি সিং জানিয়েছেন, আদালতে যে পিটিশন দেওয়া হয়েছে সেখানে প্রাচীন সেই  মন্দির পুনর্নিমাণের দাবি করা হয়েছে। আগামী ৪ জুন সেই মামলার শুনানি। উল্লেখ্য মথুরায় শ্রীকৃষ্ণের জন্মভূমিতে (Krishna Janmabhoomi) নির্মিত শাহী ইদগাহ মসজিদ নিয়ে বিতর্ক রয়েছে বহুদিন ধরেই। সম্প্রতি জ্ঞানবাপী মসজিদের ভিতরে ‘শিবলিঙ্গ’ থাকার দাবি ঘিরেও তৈরি হয়েছে চাঞ্চল্যe। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক নাম। ২০০২ সালে প্রথমবার আলোচনায় উঠে আসে ‘বেণীমাধব কা ধারাহারা’র নাম। সেই সময় পঞ্চগঙ্গা ঘাটের কাছে বসবাসকারী কয়েকজন মিলে ‘বেণীমাধব কা ধারাহারা বাঁচাও সমিতি’ গঠন করেছিলেন বলেও জানা যায়।  ওখানে নির্মিত সৌধের রক্ষা করতে চেয়েছিলেন তাঁরা। তাঁদের দাবি ছিল সৌধের মধ্যেই  রয়েছে বিন্দুমাধব মন্দির। এবার সেই বিতর্কে নয়া মোড়।আগামী শনিবার জ্ঞানবাপী মসজিদের মামলার শুনানির দিনই এই মামলারও শুনানি রয়েছে বলে আদালত সূত্রে খবর।



Related articles

দুর্নীতি নিয়ে মুখ খুলতেই দল বিরোধী! প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীসহ তিনজনকে সাসপেন্ড বিজেপির

বিজেপির তোষণের রাজনীতির সমালোচনা করলেই যে তিনি দলবিরোধী হবেন, দল হিসাবে এটাই বিজেপির নীতি। যা বারাবার প্রকাশ্যে এসেছে।...

বিহারের জয়ী ‘বাংলার ছেলে’! খুশি উত্তরপাড়ার ২৩ নম্বর ওয়ার্ড

বিহার বিধানসভা নির্বাচনের ফল গিয়েছে বিজেপি-নীতীশ জোটের পক্ষে। তা নিয়ে বঙ্গ রাজনীতিতেও বিপুল কাটাছেঁড়া চলছে। কিন্তু শুক্রবার নির্বাচনের...

বাগুইহাটি উড়ালপুলে উল্টে গেল সেনা বাস, অল্পের জন্য প্রাণরক্ষা ক্যাব চালকের

শহরের বুকে দুর্ঘটনার কবলে সেনা বাস। শনিবার সকালে রঘুনাথপুরের দিক থেকে কলকাতার দিকে যাওয়ার সময় বাগুইহাটি উড়ালপুলের (Baguiati...

চতুর্থ বিবাহবার্ষিকীতে কন্যা সন্তানের বাবা-মা রাজকুমার-পত্রলেখা, শুভেচ্ছা বলিউডের

শনিবারে সকালে এল সুখবর। বলিউডে রাজকন্যার আগমনের খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao) এবং...
Exit mobile version