Monday, August 25, 2025

কেকে-র মৃত্যু, নজরুল মঞ্চের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া

Date:

এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় গায়ক কেকে(KK)। মঙ্গলবার সন্ধ্যায় গুরুদাস কলেজের (Gurudas college)ও অনুষ্ঠানে পারফর্ম করার পর মধ্য কলকাতার হোটেলে ফিরে অসুস্থতা বোধ করেন শিল্পী। জানা গিয়েছে, তিনি বমি করেন। এরপর সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়েন। কপাল ও ঠোঁটে আঘাত পান কেকে। তড়িঘড়ি একবালপুরের CMRI হাসপাতালে শিল্পীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

মাত্র ৫৩ বছর বয়সী কেকে-এর মৃত্যুর পর নজরুল মঞ্চের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। অনেকের অভিযোগ, আসনসংখ্যার থেকে কয়েক গুণ দর্শক ঢুকে পড়ে। অল্পবয়সীদের আধিক্য থাকায় প্রত্যেকের মধ্যে উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা বেশি ছিল। খুব স্বাভাবিকভাবেই ওই ভিড়ের মধ্যেই বিশৃঙ্খলাও দেখা দেয়। জলের বোতল ছোড়াছুড়ি হয় বলেও অভিযোগ। তবে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। দেখা দেখা যাচ্ছে একদল যুবক অগ্নিনির্বাপণ যন্ত্র থেকে গ্যাস ছড়াচ্ছে। ভিড় কমাতে নাকি অতি উৎসাহ থেকে তারা এই কাজ করেছে, তা এখনও জানা যায়নি।

নজরুল মঞ্চের এক কর্মীর কথায়, কেকে মঞ্চে ওঠেন সন্ধ্যা ৭টা নাগাদ। তারপর একের পর এক হিট গান উপহার দিচ্ছিলেন কলেজ পড়ুয়াদের। মাঝে মধ্যে ব্যাকস্টেজে গিয়ে ঘাম মুছে, জল খেয়ে ফের গান ধরছিলেন। ৮টা ৪০ নাগাদ অনুষ্ঠান শেষ হয়। প্রথম থেকেই খুব ভিড় হচ্ছিল। যেখানে আসনসংখ্যা ছিল ২৪৮২, সেখানে ভিড় হয়েছিল প্রায় ৮০০০। বাইরেও ভিড় ছিল। ৭টা দরজার ৫টাই খোলা ছিল। মঞ্চের দুদিকেও শিল্পীকে ঘিরে প্রচুর ভিড় ছিল। তবে এসি বন্ধ ছিল না বলেই দাবি নজরুল মঞ্চের ওই কর্মীর। কিন্তু অতিরিক্ত ভিড় আর গেটগুলি খোলা থাকায় কাজ করছিল না এসি।

সবমিলিয়ে কেকে-এর মৃত্যুর পর নজরুল মঞ্চে ব্যাপক বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হওয়ার অভিযোগ উঠেছে। এবার এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে একটি টিম বানিয়েছে বলে খবর KMDA, গোটা বিষয়টি খতিয়ে দেখবেন KMDA নিযুক্ত সদস্যরা।



Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version