Thursday, November 13, 2025

নতুন যাত্রা শুরু করছি: বিজ্ঞাপনী চমক! সৌরভের পোস্ট ঘিরে জল্পনা

Date:

বিসিসিআই(BCCI) পদ থেকে ইস্তফা দিতে চলেছেন জাতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)? মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সেই জল্পনাই উস্কে দিলেন ক্রিকেটের মহারাজ। পাশাপাশি জানালেন দীর্ঘ ৩০ বছর ক্রিকেট জীবনকে বিদায় জানিয়ে মানুষের জন্য কিছু করতে চান তিনি। সৌরভের এহেন টুইটের পরই জল্পনা বাড়তে শুরু করেছে তবে কি এবার বিসিসিআই পদ থেকে ইস্তফা দিয়ে পুরোপুরি রাজনীতির ময়দানে নামতে চলেছেন ‘দাদা’। যদিও সুত্রের খবর, এই গোটা বিষয়টিই একটি বিজ্ঞাপনী চমক।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সৌরভ। যেখানে তিনি লেখেন, “সেই ১৯৯২ সাল থেকে আজ ২০২২ আমার ক্রিকেট সফর ৩০ বছর পার করল। ক্রিকেট আমায় অনেক কিছু দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেট আমায় মানুষের সমর্থন ও ভালোবাসা দিয়েছে। আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা এই সফরে আমার সঙ্গি ছিলেন, সমর্থন করেছেন, এবং যাদের সাহায্যে আমি আজ এই জায়গায় পৌঁছেছি। এখন আমি এমন কিছু শুরু করার পরিকল্পনা করছি যা মানুষের উপকারে আসে। আমার এই নতুন যাত্রায় আপনাদের সকলের সমর্থন আমি আশা করি।” সৌরভের এই টুইটের পর স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে এবার হয়ত তিনি বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে ইস্তফা দিতে চলেছেন। পাশাপাশি জল্পনা বাড়তে থাকে, রাজ্যসভাতে প্রার্থী হতে পারেন তিনি। তবে সুত্রের খবর, সৌরভের বিসিসিআই সভাপতি পদ থেকে ইস্তফা সংক্রান্ত কোনও খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর এই গোটা বিসয়টিই একটি বিজ্ঞাপনী চমক। বিসিসিআইয়ের সহসভাপতি জয় সাহা একটি টুইট করে জানান, সৌরভ বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে ইস্তফা দেননি।




Related articles

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...
Exit mobile version