কেন্দ্রীয়ভাবে অনলাইনে কলেজে ভর্তিতে সম্মতি মুখ্যমন্ত্রীর, চালু এ বছরেই

রাজ্যের যে কোনো কলেজে ভর্তির ক্ষেত্রে এবার কেন্দ্রীয়ভাবে অনলাইন প্রক্রিয়া চালু হতে চলেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৃহস্পতিবার জানিয়েছেন এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মতি দিয়েছেন।  উপাচার্যদের সঙ্গে বৈঠকের পরেই এই ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এর ফলে এখন বাড়িতে বসেই যে কোনও পড়ুয়া কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এদিন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে বৈঠকের পরে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তির ব্যাপারে মুখ্যমন্ত্রীর সম্মতি মিলেছে। এ বছর থেকেই তা চালু করে দিতে চায়  রাজ্য সরকার । উপাচার্যরাও রাজ্যের এই সিদ্ধান্তে সহমত হয়েছেন। স্বচ্ছতার স্বার্থেই অনলাইন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষমন্ত্রী।

অর্থাৎ চলতি বছর থেকেই স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে এই অনলাইন প্রক্রিয়া চালু হতে চলেছে। এর জন্য একটি পোর্টাল তৈরি করা হবে। সেই পোর্টাল দেখেই পড়ুয়ারা পছন্দের কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। কলেজে ভর্তির ব্যাপারে যাবতীয় তথ্যও পেয়ে যাবেন।  ফলে এবার থেকে পড়ুয়াদের  আর কলেজে-কলেজে দৌড়োদৌড়ি করতে হবে না।  ঘরে বসেই সব কাজ সেরে ফেলতে পারবেন।

Previous articleIndia Team: প্রকাশিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সফরসূচি
Next articleভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রতকে সাড়ে ৫ ঘন্টা CBI জিজ্ঞাসাবাদ