Wednesday, December 17, 2025

মর্মান্তিক!মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে খুনের অভিযোগ কাকিমার বিরুদ্ধে

Date:

Share post:

মর্মান্তিক ঘটনা। মায়ের কোল থেকে শিশুকন্যাকে প্রথমে ছিনিয়ে নেওয়া হল। তারপর সেই শিশুটিকে আছড়ে মেরে খুন করা হল।আর যিনি খুন করলেন তিনি শিশুটির নিজের কাকিমা (Aunt)! শনিবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজারহাট নিউটাউনে (Rajarhat Newtown)। ইতিমধ্যে অভিযুক্ত ইয়াসমিন বেগম (Yasmin begum) নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।


শিশুর এক আত্মীয়া অভিযোগ করেছেন, পারিবারিক ঝামেলা চলছিল বেশ কিছুদিন ধরে।সেই ঝামেলায় পড়ে বাচ্চাটা মারা গেল।শনিবার সকালে এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকা। পুলিশের হাত থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে মারধরের চেষ্টা করেন স্থানীয়রা।যদিও পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দেয়।পরিবারের তরফে জানা গিয়েছে, কোনও বিষয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল। বৃহস্পতিবার রাতে এই নিয়ে একপ্রস্থ মারামারিও হয়। থানায় অভিযোগ জানায় দু পক্ষই। এর পর নিহত শিশুর বাবার ওপর ক্ষমা চাওয়ার জন্য চাপ দিতে থাকেন পরিবারের অন্য সদস্যরা। শুক্রবার রাতে দাবি মেনে ক্ষমা চান তিনি। এর পর দাবি ওঠে ক্ষমা চাইতে হবে তাঁর স্ত্রীকেও। তিনিও দাবি মেনে ক্ষমা চান।

অভিযোগ, তখনই মায়ের কোল থেকে ৮ মাসের শিশুকন্যা নুরজাহাঁ খাতুনকে (nurjaha khatun) ছিনিয়ে নেন তার কাকিমা। এর পর শিশুটিকে ফেরত পেতে হাতাহাতি শুরু হয়ে যায় দুপক্ষের মধ্যে। অভিযোগ, সেই সময় শিশুটিকে আছড়ে ফেলা হয় মাটিতে। এই টানাটানিতে নিস্তেজ হয়ে পড়ে শিশুটি।তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা । কিন্তু শেষ রক্ষা হয়নি। শনিবার সকালে ওই হাসপাতলে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এর পরই এলাকায় ছড়িয়ে পড়ে তুমুল উত্তেজনা। অভিযুক্ত ইয়াসমিন বেগমকে মারধর করার চেষ্টা করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজারহাট (rajarhat police) থানার পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন স্থানীয়রা। অভিযুক্তের কঠোর সাজার দাবি করেছেন নিহত শিশুর মা।এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।



spot_img

Related articles

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল। ...

জিটিএ শিক্ষক নিয়োগ বাতিলের রায় ঘিরে পাহাড়ে স্কুল ধর্মঘটের ডাক

কলকাতা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল দার্জিলিং পাহাড়ের শিক্ষা পরিস্থিতি। জিটিএ অঞ্চলে ৩১৩ জন শিক্ষক...