Saturday, August 23, 2025

কাল বাঙালির বারো মাসে তেরো পার্বণের এক অন্যতম পার্বণ জামাইষষ্ঠী। এদিকে জামাইষষ্ঠীর আগের দিন বাজারে আগুন। সবজি -মাছ -মাংস -ফল সব কিছুরই দাম আকাশছোঁয়া। গড়িয়াহাট মার্কেট , লেক মার্কেট, শিয়ালদহ বাজার, গড়িয়া বাজার, শ্যামবাজার সর্বত্রই দৃশ্যটা একই।

মানিকতলা এবং গড়িয়াহাট বাজারে ভেটকি মাছ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে৷ পাবদা- পার্শের দর ৬০০ টাকার উপরে৷ বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৮০০ টাকা কেজিতে৷ তাও আবার এ বছরের টাটকা মাছ নয়৷ কোল্ড স্টোরেজে থাকা মাছ৷ বড় বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়। গড়িয়া বাজার , শিয়ালদা কোলে মার্কেটেও দাম এরই কাছাকাছি। লেক মার্কেটে এই সব ধরনের মাছের দামই একটু বেশি। বাজার ঘুরে জানা গেল আগামিকাল রবিবার জামাইষষ্ঠীর দিন দাম আরো চড়বে।

পিছিয়ে নেই ফলের বাজারও। আম -জাম -কাঁঠাল- লিচু যা যা জামাইয়ের পাতে দেওয়া হয়, সবের দাম আকাশছোঁয়া। আম ১৫০-২০০ টাকা কেজি, লিচু জাম কাঁঠাল সবের দামই একশোর উপরে ।

স্বাভাবিকভাবেই ষষ্ঠীর দিনে জামাই বরণ করতে মধ্যবিত্ত বাঙালির পকেটে টান পড়ছে। ভাত , ডাল , শুক্তো , ৫ ভাজা, তিন চার রকম মাছ , মাংস , ফল থালা ভর্তি করে সাজিয়ে দিতে গেলেই তো মাসের সব টাকা শেষ।

 

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version