এখনও জ্বলছে চট্টগ্রামের কন্টেনার ডিপো,  মৃত বেড়ে ৪৫, জখম ৪৫০

বাংলাদেশে চট্টগ্রামের সীতাকুণ্ডের কন্টেনার ডিপোর ভয়াবহ আগুন এখনো নেভেনি। শেষ পাওয়া খবরে অনুযায়ী, ডিপোর ভিতরে একের পর এক বিস্ফোরণ এখনো হয়েই চলেছে। ফলে আগুন ক্রমেই ছড়াচ্ছে । দমকল সূত্রে জানা গিয়েছে রবিবার সন্ধ্যা পর্যন্ত আগুন এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখনও এদিক-ওদিক ছড়িয়ে রয়েছে পোড়া মৃতদেহ। ডিপোর ভিতরে আগুন নিয়ন্ত্রণে না আসায় মৃতদেহ উদ্ধার করা সম্ভব হচ্ছে না। এখনও পর্যন্ত ৪৫টি মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজন দমকল কর্মীও রয়েছেন। আহত সাড়ে চারশোরও বেশি। বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সেনা বাহিনী একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে।

শনিবার গভীর রাতে ওই কন্টেইনার ডিপোতে আগুন লাগে। দমকল সূত্রে জানা গিয়েছে , প্রথমে হাইড্রোজেন পারক্সাইড বোঝাই কন্টেইনারে আগুন লাগে। তারপর সেখান থেকে আগুন পরপর কন্টেনারগুলিতে ছড়িয়ে পড়ে। একের পরে এক বিস্ফোরণ হতে থাকে। আর আগুনও দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।

 

Previous articleShahbaz Sharif : যে কোনও সময় গ্রেফতার হতে পারেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ
Next articleBengal Cricket: সোমবার রঞ্জিট্রফির নকআউট পর্বে ঝাড়খণ্ডের মুখোমুখি বাংলা