সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলী থেকে বাদ গৌতম দেব, দায়িত্বে যুবনেতা সায়নদীপ

উত্তর ২৪ পরগনার জেলা কমিটি(District Commitee) গঠনকে কেন্দ্র করে সিপিএমের(CPIM) অন্দরে বিতর্ক দেখা দিয়েছিল আগেই, এবার এই জেলার জেলা সম্পাদকমণ্ডলী গঠনকে কেন্দ্র করেও দেখা দিল বিতর্ক। শনিবার নবগঠিত এই জেলা সম্পাদকমণ্ডলীতে ১৫ জনের সদস্য তালিকায় জায়গা পেলেন না গৌতম দেব(Goutam Dev), নেপাল ভট্টাচার্যের(Nepal Bhattacharya) মতো নেতৃত্বরা। আগে দায়িত্বে থাকা নেতাদের মধ্যে এবার ৫ জনকে বাদ দিয়ে গঠিত হয়েছে নতুন জেলা সম্পাদকমণ্ডলী। জানা গিয়েছে, বয়স জনিত কারণে বাদ দেওয়া হয়েছে ওই বর্ষীয়ান নেতাদের। শারীরিক অসুস্থতার জন্য সরানো হয়েছে গৌতম দেবকে। তাঁদের পরিবর্তে তুলে আনা হয়েছে ৫ নতুন মুখ।

জানা গিয়েছে, নব গঠিত জেলা সম্পাদকমণ্ডলীতে এবার জায়গা পেয়েছেন সিপিএমের যুব নেতা সায়নদীপ মিত্র, মহিলা নেত্রী আত্রেয়ী গুহ, দেবশংকর রায়চৌধুরী, রাজীব বিশ্বাস-সহ নতুন পাঁচজন। আমন্ত্রিত সদস্য হয়েছেন রাজু আহমেদ। তবে পুরানো নেতাদের এভাবে বাদ দেওয়ায় একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে অন্যদিকে নতুনরা জায়গা পাওয়ায় খুশি বেশিরভাগ নেতৃত্বরা। তবে দলীয় সূত্রে জানা গিয়েছে, মুলত বয়েসের কথা মাথায় রেখেই গঠন করা হয়েছে উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদকমণ্ডলী। যার জেরেই বাদের তালিকায় যেতে হয়েছে গৌতম দেব, নেপালদেব ভট্টাচার্যদের। অন্যদিকে নতুন মুখ জায়গা পাওয়ায় দলের সংগঠন আরও মজবুত হবে বলে আশাবাদী নেতৃত্ব।




Previous articleWriddhiman Saha: কেকেআরের দলে নেই কোন বাঙালি ক্রিকেটার, ক্ষোভ প্রকাশ ঋদ্ধির
Next articleউত্তরে থমকে বর্ষা, ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়লেও বৃষ্টির আভাস নেই দক্ষিণবঙ্গে