“Group D” নিয়োগে বড় সিদ্ধান্ত: রিক্রুটমেন্ট বোর্ডের অবলুপ্ত করে দায়িত্বে স্টাফ সিলেকশন কমিশন

“গ্রুপ ডি” নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নে। এবার থেকে গ্রুপ ডি (Group D) নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। সোমবার, গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের অবলুপ্তি ঘটানোর সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। ২৫০০ আশা কর্মী নিয়োগের সিদ্ধান্তও হয়েছে রাজ্য মন্ত্রিসভায় (Cabinet)।

২০১৫-র “গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড” তৈরি হয়। সেই বোর্ডকে অবলুপ্ত করার বিষয়ে এদিন সম্মতি দিল রাজ্য মন্ত্রিসভা। এভার থেকে রাজ্যের বিভিন্ন দফতরের গ্রুপ ডি নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission)। এখন “গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড”-এর কোনও চেয়ারম্যান নেই। স্টাফ সিলেকশন কমিশনকে দায়িত্ব দেওয়া হলেও এখানে কোনও চেয়ারম্যান নিয়োগ হয়নি। স্টাফ সিলেকশন কমিশনকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি নতুন করে চেয়ারম্যান (Chairman) নিয়োগ করবে রাজ্য।

এদিন মন্ত্রিসভার বৈঠকে ২৫০০ আশা কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

 

 

Previous articleস্বর্ণ মন্দিরের প্রবেশপথের সামনে খালিস্তানি স্লোগান, পাঞ্জাবে চাঞ্চল্য
Next articleবারাণসী ধারাবাহিক বিস্ফোরণকাণ্ডে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের