১৩টি বড় নদীর রক্ষণাবেক্ষণ শুরু হয়েছে, দেশে বাড়ছে বন্যপ্রাণীর সংখ্যাও : প্রধানমন্ত্রী

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর বিজ্ঞান মঞ্চে একটি অনুষ্ঠানে ( prime minister Narendra modi) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দেশের ১৩টি বড় নদীর রক্ষণাবেক্ষণ শুরু হয়েছে। দেশজুড়ে বাড়ছে সংখ্যা। গতকাল ৫ জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। সেই উপলক্ষে এদিন দিল্লির বিজ্ঞান মঞ্চে ‘মাটি বাঁচাও’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধানমন্ত্রী বলেন পরিবেশ রক্ষায় ভারতের চেষ্টা বহুমাত্রিক। কেন্দ্রীয়

মাটি রক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছে। মাটি অর্থাৎ ভূমি রক্ষা করতে পাঁচটি বিষয়ের উপরে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

সেই পাঁচটি বিষয় হল :

১) মাটিকে রাসায়নিক মুক্ত করা । ২) মাটিতে বসবাসকারী প্রাণীদের সংরক্ষণ। ৩) মাটিতে পরিমাণ বাড়ানো। ৪) কম জলের কারণে মাটির ক্ষতিকে তা লাঘব করা। ৫) বনভূমি কমে গিয়ে মাটির ক্ষয় বন্ধ করা। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন, গত আট বছরে দেশেরৌ ২০ হাজার বর্গ কিলোমিটার বনাঞ্চলে ঢেকে দেওয়া হয়েছে। বন্যপ্রাণীর সংখ্যাও রেকর্ড সংখ্যক বৃদ্ধি পেয়েছে।

যদিও প্রধানমন্ত্রীর এই পরিবেশ রক্ষার দাবি হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে বিরোধী কংগ্রেস। কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করে লিখেছেন, ‘বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রের সব দাবিই আপত্তিকর।

 

Previous articleKK বিতর্কের পর প্রথমবার স্টেজ-শো রূপঙ্করের, শিল্পীকে একের পর এক গানের অনুরোধ
Next articleদিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের বাড়িতে ইডি-র তল্লাশি অভিযান