দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের বাড়িতে ইডি-র তল্লাশি অভিযান

আর্থিক দুর্নীতি মামলায় সোমবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের বাড়িতে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টর (ED)। সোমবার সকালেই তাঁর বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। ইডির তরফে জানানো হয়েছে, আর্থিক দুর্নীতি মামলায় জড়িত থাকার জেরেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে।



আরও পড়ুন:প্রার্থনা চলাকালীন নাইজেরিয়ায় বন্দুকবাজের হানা, মৃত কমপক্ষে ৫০


প্রসঙ্গত, গত মাসেই গ্রেফতার হন আম আদমি পার্টির এই মন্ত্রীকে গ্রেফতার করা হয়। দিল্লি আদালত হাওয়ালার লেনদেনে জড়িত থাকার একটি মামলায় সত্যেন্দ্র জৈনকে ৯ জুন পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেয়। হাওয়ালার লেনদেনে জড়িত থাকায় তাঁকে জিজ্ঞাসাবাদের কারণে ইডির হেফাজতে থাকা প্রয়োজন বলে এই নির্দেশ।




ইডির তরফে জানানো হয়েছিল, এই আর্থিক প্রতারণা মামলায় জৈন পরিবার ও কোম্পানির প্রায় ৪.৮১ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই মামলায় ২০১৮ সালেও সত্যেন্দ্র জৈনকে জেরা করা হয়েছিল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, তাঁকে রাজনৈতিক উদ্দেশে গ্রেফতার করা হয়েছে। তাই পাঞ্জাব বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি জেতার পরই কেজরিওয়ালের এই হেভিওয়েট মন্ত্রীকে গ্রেফতার করা হয়।

Previous article১৩টি বড় নদীর রক্ষণাবেক্ষণ শুরু হয়েছে, দেশে বাড়ছে বন্যপ্রাণীর সংখ্যাও : প্রধানমন্ত্রী
Next articleহবু বরকে গ্রেফতার করা অসমের ‘লেডি সিংঘম’ এবার নিজেই শ্রীঘরে! কিন্তু কেন?