Friday, August 29, 2025

বিজেপির বাংলা ভাগের চক্রান্ত রক্ত দিয়ে রুখব, বন্দুক ভোঁতা করে দেব: চ্যালেঞ্জ মমতার

Date:

তাঁর আলিপুরদুয়ার সফরের আগে কেএলও-র প্রধান জীবন সিং-এর হুমকির পাল্টা তোপ দাগলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, আলিপুরদুয়ারের কর্মিসভা থেকে চ্যালেঞ্জ ছুড়ে দেন মমতা। বলেন, “ক্ষমতা থাকলে বন্দুক ঠেকাও। আমি বন্দুককে ভয় পাই না। বন্দুক ভোঁতা করে দেব।“ রক্তের বিনিময়ে বাংলা ভাগ রুখবেন বলে বার্তা দেন মমতা।

উত্তরবঙ্গকে আলাদা করার বিজেপির (BJP) চক্রান্তের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের (Parade Ground) সভা থেকে তিনি বলেন, উত্তরবঙ্গকে ভাগের চক্রান্ত করছে বিজেপি। বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দিচ্ছে। তীব্র কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, “ভোটের আগে বলেছিল, গোর্খাল্যান্ড করব। ভোটের পর পালিয়েছে। আমরা কিছুতেই গোর্খাল্যান্ড করতে দেব না। আগে তো পাহাড়ের সঙ্গে তরাই – ডুয়ার্সের ঝগড়া লাগিয়ে দিয়েছিল”।

বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, “বিজেপির কেউ কেউ বলে আমরা উত্তরবঙ্গকে আলাদা করে দেব। আমি রক্ত দেব কিন্তু বাংলাকে ভাগ করতে দেব না’। জীবন সিংয়ের নাম না করে বলেন, কিছু নেতা কাজ নেই কর্ম নেই, ভয় দেখাচ্ছে। বিজেপির প্রশ্রয়ে এসব হচ্ছে। যখনই নির্বাচন আসে বিজেপি ভাগাভাগির কথা বলে।

একই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। বলেন, ভোটের আগে উজালা, আর ভোটের পরে আঁধার। বিজেপি মিথ্যে কথা বলে গ্যাস-পেট্রোল-ডিজেলের দাম বাড়ায়। ১০০% উপর ৫০০টাকার নোট, ২০০০টাকার নোট জাল করেছে। বিজেপি সরকার ‘ভেজাল সরকার’।

বিজেপি-র ভাঁওতাবাজিতে ভুলে কেউ যেন তৃণমূলকে ভুল না বোঝে- সেই বার্তাও দেন মুখ্যমন্ত্রী। বলেন, ভোটের পর বিজেপির সাংসদদের পাত্তা পাওয়া যায় না। কিন্তু সারা বছর পাশে থাকে তৃণমূল; তৃণমূল সরকারের উন্নয়নমূলক প্রকল্প।


Related articles

প্রেক্ষাগৃহে রহস্য থেকে রম-কম! ২৯ অগাস্টে বড়পর্দায় বাংলা–হিন্দি ছবির ভিড় 

আগামিকাল অর্থাৎ শুক্রবার সপ্তাহান্তে একসঙ্গে মুক্তি পেতে চলেছে একাধিক বাংলা ও হিন্দি ছবি। ফলে সিনেমাপ্রেমীদের জন্য পছন্দের তালিকা...

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...
Exit mobile version