আদিবাসীদের উন্নয়নে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করার আহ্বান বিরবাহার

বিরবাহা হাঁসদা (Birbaha)। রাজ্যের মন্ত্রী ও সাঁওতালি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। বুধবার, আলিপুরদুয়ারের আদিবাসী গণবিবাহ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) হাত শক্ত করার জন্য আহ্বান জানালেন আদিবাসী সম্প্রদায়ের মানুষকে। বললেন, “আমি নিজে আদিবাসী পরিবারের মেয়ে”। আদিবাসীদের উন্নয়নের একমাত্র কাজ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি নিজের লড়াই আন্দোলনের কথা তুলে ধরেন। প্রথমেই বলেন, আন্দোলনের মধ্য দিয়ে তিনি সবার সেবা করার সুযোগ পেয়েছেন। বাম আমলে জঙ্গল মহল অশান্তির কথা মনে করান। সেখানে রাজনীতি করা মানেই মৃত্যু নিশ্চিত জেনেও তিনি লড়াই চালিয়ে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে জঙ্গলমহলের পরিস্থিতি বদলে গিয়েছে। এই কারণেই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শক্ত করার জন্য আদিবাসী সম্প্রদায়কে আহ্বান জানান বিরবাহা। বলেন, আদিবাসীদের উন্নয়নের একমাত্র কাজ করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- নাড্ডার সফর ঘিরে ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব-মারপিট! নেতাদের ধমকালেন লকেট

Previous articleনাড্ডার সফর ঘিরে ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব-মারপিট! নেতাদের ধমকালেন লকেট
Next articleBreakfast News: ব্রেকফাস্ট নিউজ