Friday, November 21, 2025

বঙ্কিমচন্দ্র স্মৃতি বিজড়িত “বন্দেমাতরম ভবন” পরিদর্শন করে নিজেকে ভাগ্যবান বললেন নাড্ডা

Date:

Share post:

দু’দিনের বঙ্গ সফরে এসে আজ, বুধবার হুগলির (Hooghly) চুঁচুড়ায় (chinsura) ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত “বন্দেমাতরম ভবন” পরিদর্শন দিয়ে তাঁর কর্মসূচি শুরু করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ( J P Nadda)। এদিন দুপুর ১২টার কিছু পর বঙ্কিমচন্দ্রের বাড়িতে এসে তা ঘুরে দেখেন নাড্ডা। এদিন তাঁর সঙ্গে ছিলেন লকেট চট্টোপাধ্যায়(Locket Chatterjee), সুকান্ত মজুমদার( Sukanta Majumder), শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari), দিলীপ ঘোষ (Dilip Ghosh)সহ নেতৃবৃন্দ। বাকি নেতারা থাকলেও নাড্ডাকে “বন্দেমাতরম ভবন” মূলত ঘুরিয়ে দেখান সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি সভাপতি বলেন, “বঙ্কিমবাবুর এই মহান কর্মভূমিতে এসে নিজেকে গর্বিত মনে হচ্ছে। এই বাড়ি থেকেই পাঁচবছর তিনি কাজ করেছেন। এখান থেকে ভারতের রাষ্ট্রীয় সঙ্গীত বন্দেমাতরম রচনা করেছিলেন তিনি। আমি খুব সৌভাগ্যবান, সেই বাড়িতে ঘুরে দেখতে পাওয়ায়। বঙ্কিমবাবুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামিদিনগুলিতে আমাদের এগিয়ে যেতে হবে।”

মনে করা হয়, ১৮৭৬ সাল নাগাদ ইস্টইন্ডিয়া কোম্পানির
অধীনে কর্ণরত অবস্থাতেই বন্দেমাতরম্ রচনার কথা ভেবেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তবে ঠিক কোন সময় তিনি গানটি রচনা করেছিলেন তা নিয়ে সঠিক কোনও তথ্য নেই। তবে ১৮৮২ সালে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে গানটি প্রথম প্রকাশিত হয়। পরে বঙ্কিমচন্দ্র যদুভট্টকে গানটিতে সুর দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন।

আরও জানা যায়, ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে হুগলিতে কর্মরত থাকাকালীন ৫ বছর বঙ্কিমচন্দ্র চুঁচুড়ার এই বাড়িতে ছিলেন। সেটিই পরবর্তী কালে ”বন্দেমাতরম ভবন” নামে পরিচিত হয়। এ বাড়িতে দুটি ঘর ভাড়া নিয়ে থাকতেন বঙ্কিমচন্দ্র। এবং এই ভবনই বন্দেমাতরম সঙ্গীতের সূতিকাগৃহ হিসেবে বিবেচিত। এর আগে এই ভবনের রক্ষণাবেক্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি( Narendra Modi)। এবার সেখানেই ঘুরে গেলেন নাড্ডা।


spot_img

Related articles

কাজে গাফিলতি! বেলেঘাটার ৭ বিএলও-কে শোকজ কমিশনের

এস আই আর সংক্রান্ত তথ্য ডিজিটাইজেশনের কাজে মারাত্মক গাফিলতি ধরা পড়ায় কলকাতা উত্তরের বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের সাত জন...

কলকাতা মেট্রোয় ফের বিপত্তি: আত্মহত্যার চেষ্টা নেতাজি ভবন স্টেশনে

ভরদুপুরে ফের বিপত্তি কলকাতা মেট্রোয়। বৃহস্পতিবার দুপুর প্রায় তিনটে নাগাদ নেতাজি ভবন মেট্রো স্টেশনে এক ব্যক্তি চলন্ত ট্রেনের...

‘ঝরা শৈশব’: আকাশবাণীর ‘শিশুশ্রী’ অ্যাওয়ার্ডে সম্মানিত এফএম রেনবো-এফএম গোল্ডের অডিও ডকু

পশ্চিমবঙ্গ সরকারের 'শিশুশ্রী' মিডিয়া অ্যাওয়ার্ডে সম্মানিত হল শিশুর (Child) অধিকার রক্ষা নিয়ে আকাশবাণী এফএম বাংলা বিভাগ অর্থাৎ এফএম...

বিশ্ব শিশু দিবসে নীল আলোয় সেজে উঠল কলকাতার একাধিক ঐতিহ্যবাহী ভবন-সৌধ

বিশ্ব শিশু দিবস উপলক্ষে নীল আলোয় আলোকিত হয়ে উঠল কলকাতার বেশ কয়েকটি ঐতিহ্যবাহী ভবন ও সৌধ। শহরের বিধানসভা...